কলকাতা

সন্দীপকে নিয়ে শিয়ালদাহ আদালতে পৌঁছাল সিবিআই

CBI reached Sealdah court with Sandeep

Truth Of Bengal: তবে কী ধিরে ধিরে জট খুলছে? চিকিৎসক খুনের ঘটনায় আদালতে পৌঁছাল সন্দীপ। আরজি কর কাণ্ডের তদন্তের জেরে শনিবার রাতে গ্রেফতার করা হল সন্দীপ ঘোষকে, শুধু তিনি নন তার সাথে টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডলকেও এই ঘটনার জেরে গ্রেফতার করেছেন তদন্তকারী সিবিআই। এই মামলায় সিবিআই সুপ্রিম কোর্টের কাছে বারং বার দাবি করেছে যে, এই নৃশংস ঘটনার তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে। এমনকি শীর্ষ আদালতে সিবিআই দাবি করেছেন যে ঘটনাস্থলটি বিকৃত করা হয়েছে। দেরিতে এফআইআর দায়ের করা নিয়েও প্রশ্ন উঠেছিল সুপ্রিম কোর্টে। শনিবার সেই সকল অভিযোগে গ্রেফতার করা হয়েছে সন্দীপ ও অভিজিৎ-কে।

  • সন্দীপের পর এবার অভিজিৎ মণ্ডলও পৌঁছেছে শিয়ালদাহ আদালতে
  • সাড়ে ১২টা নাগাদ সন্দীপকে নিয়ে সিবিআই পৌঁছাল শিয়ালদহ আদালতে
  • বেলা ১২টা নাগাদ প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে শিয়ালদহ আদালতে নিয়ে যাওয়া হচ্ছে সন্দীপকে
  • সন্দীপকে নিজেদের হেফাজতে নিতে তোড়জোড় সিবিআই-এর
  • রবিবার শিয়ালদহ আদালতে আবেদন করবেন সিবিআই
  • শনিবার সন্দীপকে ‘শোন অ্যারেস্ট’ করেছে সিবিআই
  • চিকিৎসক খুনের ঘটনায় শনিবার রাতে গ্রেফতার হয় সন্দীপ ও তৎকালীন টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল
  • অভিজিৎ-এর স্বাস্থ্য পরীক্ষা করতে নিয়ে আসা হয় বিআর সিংহ হাসপাতালে
  • হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হবে শিয়ালদাহ হাসপাতাল
  • অভিজিৎকে রবিবার সকাল ১১টা নাগাদ সিজিও থেকে বার করার সময় তাকে জুতো দেখান আমজনতা

 

Related Articles