কলকাতা

কল সেন্টার প্রতারণা চক্র ফাঁস! ১.১৮ কোটি টাকা ও সোনার গহনা বাজেয়াপ্ত

Call center fraud ring exposed! 1.18 crore taka and gold jewellery seized

Truth Of Bengal: কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের বড়সড় সাফল্য। সাইবার জালিয়াতি মামলায় শহরে হানা দিয়ে ১.১৮ কোটি টাকা ও সোনার গহনা বাজেয়াপ্ত করল। গার্ডেনরিচ থানার হোয়াইট হাউস বিল্ডিংয়ে অভিযান চালিয়ে সাইবার চক্রের পর্দা ফাঁস। গার্ডেনরিচ থানার হাতে আটক ৪ জন অভিযুক্ত। গার্ডেনরিচ ও অন্যান্য স্থানে অবৈধ কল সেন্টার পরিচালনা চক্রের অভিযোগ পেয়ে তল্লাশি চালায় কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। বুধবার একাধিক জায়গায় হানা দেয় গোয়েন্দা পুলিশের আধিকারিকরা।

আর এই অভিযান চালিয়ে সাইবার ক্রাইমের পর্দা ফাঁস হয়। (রেফঃ সাইবার থানা কেস নং ১২/২৫)। কলকাতার একাধিক জায়গায় অভিযান চালিয়ে চক্রের মূল চার অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ₹১.১৮ কোটি নগদ অর্থ, সোনার ও হীরার গয়না, একাধিক ল্যাপটপ, মোবাইল ফোন, রাউটার, কল করার স্ক্রিপ্ট এবং মাইক্রোসফট সংক্রান্ত জাল নথিপত্র উদ্ধার ও বাজেয়াপ্ত করা হয়েছে। চলছে তদন্ত।

Related Articles