মধ্যরাতেও শহরের রাস্তায় মিলবে বাস, চালু ‘লেট নাইট’ পরিষেবা
Buses will be available on city roads even at midnight, 'Late Night' service launched

Truth of Bengal: শহরের রাস্তায় রাত ন’টার পর সরকারি বাস কমে যাওয়ার অভিযোগ দীর্ঘদিনের। বেসরকারি বাসও তখন কমতে থাকে। ফলে দেরি করে বাড়ি ফেরা যাত্রীদের ভোগান্তির শেষ ছিল না। এবার সেই সমস্যার সমাধানে কলকাতা পরিবহণ নিগম চালু করল ‘লেট নাইট’ বাস পরিষেবা।
এখন থেকে শহরের গুরুত্বপূর্ণ ২০টি রুটে রাত ১০:৪৫ নাগাদ শেষ বাস ছাড়বে ডিপো থেকে। অর্থাৎ প্রায় রাত ১২টা বা সাড়ে ১২টা পর্যন্ত রাস্তায় বাস চলবে। অফিস ফেরত কর্মী, দোকানদার ও অন্যান্য দেরি করে বাড়ি ফেরা যাত্রীদের জন্য এটি বড় স্বস্তির খবর। সরকারি ও বেসরকারি উভয় বাসই এই পরিষেবার অন্তর্ভুক্ত।
নতুন পরিষেবার আওতায় আসছে এসি ও নন-এসি মিলিয়ে ২০টি রুট। এর মধ্যে রয়েছে— এসি ২৪এ, এসি৫, এসি৫০এ, এসি ১২ডি, এসি ৩৯, ইবি ১৪, ই১, এস২৪, এস৭, এস৩এ, এস৩০, এস১২ডি, এসি ৩৭, এসি৪৭, এসি৫৪, এস১২, এস১০এ, এস৩১, ই৩২, এস২২।
বাসগুলি শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলিকে সংযুক্ত করবে, যেমন— ধর্মতলা, এক্সাইড, রাসবিহারি, টালিগঞ্জ মেট্রো, কামালগাজি, রুবি, বেলেঘাটা বিল্ডিং মোড়, উল্টোডাঙা, ডানলপ, শ্যামবাজার, গিরীশ পার্ক, ঠাকুরপুকুর, বেহালা ১৪ নম্বর, তারাতলা, সায়েন্স সিটি, খিদিরপুর, পার্ক সার্কাস ও পিটিএস।
এই পরিষেবা সপ্তাহে পাঁচ দিন— সোমবার থেকে শুক্রবার পর্যন্ত চলবে।
শহর ছাড়াও দূরপাল্লার যাত্রীদের সুবিধার্থে ৬টি নতুন ভলভো বাস কিনছে রাজ্য সরকার। ৪৩ সিটের প্রতিটি বাসের দাম প্রায় ১.২৫ কোটি টাকা। বর্তমানে পরিবহণ নিগমের হাতে প্রায় ৭০টি ভলভো বাস থাকলেও অনেকগুলিই রক্ষণাবেক্ষণের কারণে ডিপোতে রয়েছে। দ্রুত সেগুলিও পথে নামানো হবে বলে জানানো হয়েছে।
সম্প্রতি নবান্নে প্রশাসনিক বৈঠকে পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দেন, সরকারি বাসের সংখ্যা বাড়াতে হবে এবং রাস্তায় ট্রিপ সংখ্যা বেশি করতে হবে। এর পর থেকেই শহরে সরকারি বাসের উপস্থিতি বেড়েছে বলে যাত্রীরা জানিয়েছেন।
কলকাতা মেট্রো ইতিমধ্যেই যাত্রীদের সুবিধার্থে নাইট সার্ভিস চালু করেছে। শেষ মেট্রো দুই প্রান্তিক স্টেশন থেকে ছাড়ে রাত ১০:৪০-এ। এবার বাস পরিষেবাও সেই ধাঁচেই রাত ১০:৪৫-এ শেষ বাস ছাড়বে। ফলে বাস না পেয়ে অতিরিক্ত খরচ করে ক্যাব বা বাইক ট্যাক্সি বুক করার প্রয়োজন হবে না।