মুখ্যমন্ত্রীই চাকরি দিতে পারেন, চাকরিপ্রার্থীদের আলোচনা শেষে জানালেন ব্রাত্য
Bratya Basu meeting with slst agitator

The Truth of Bengal: ‘মমতা বন্দ্যোপাধ্যায়ই চাকরি দিতে পারেন। মমতা বন্দ্যোপাধ্যায়ই চাকরি দেবেন। আমাদের দিক থেকে যা যা করণীয় তা আমরা করব। তবে আদালতের রায় তো আমাদের ওপর নির্ভর করে না। মহামান্য আদালত যেভাবে চাইবে, মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা অনুসারে আমরাও নিয়োগ দিতে শুরু করব।‘ আন্দোলনরত চাকরি প্রার্থীদের সঙ্গে আলোচনার পর এই কথা জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
চাকরি দেওয়ার ক্ষেত্রে কিছু আইনি জটিলতা আছে বলে জানালেন শিক্ষামন্ত্রী। এই প্রসঙ্গে তিনি জানান, আশার আলো ছিলই। তবে কিছু আইনি জটিলতা তৈরি হয়েছিল। সেই আইনি জটিলতা দূর করার জন্য আমাদের দিক থেকে সদর্থক উদ্যোগও ছিল। যেহেতু হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ, ডিভিশন বেঞ্চের পর সুপ্রিম কোর্টেও গিয়েছে। আমরা বারবারই বলেছি, আদালত যেভাবে চাইবে আমরা নিয়োগ দেব। আশা করছি যে আইনি জটিলতা আছে, তা কেটে যাবে
শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে খুশি চাকরিপ্রার্থীরা। দ্রুত কোনও সমাধান সূত্র বের হবে বলে বৈঠক শেষে আশাপ্রকাশ করেছেন আন্দোলনরত চাকরিপ্রার্থীরা। শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকের পর বেরিয়ে চাকরিপ্রার্থীরা জানিয়েছেন, স্কুল সার্ভিস কমিশন বিশেষ পদ তৈরি করার চেষ্টা করছে। বিশেষ পদ তৈরির জন্য শিক্ষা দফতর সেই চেষ্টা করছে। প্যানেল প্রকাশের পর ১ বছর পার করলেও আগেও নিয়োগ হয়েছে। সরকার চেষ্টা করছে। আগামী ১০ দিনের মধ্যে শিক্ষা দফতর, কমিশন রিপোর্ট পাঠাবে। ফের ২২ ডিসেম্বর আবার তাঁদের সঙ্গে শিক্ষামন্ত্রী বৈঠকে বসবেন বলে জানিয়েছেন চাকরিপ্রার্থীরা। উভয় তরফ মনে করছে আজকের এই বৈঠক সব দিক থেকে ইতিবাচক হয়েছে।
Free Access