কলকাতা
Trending

এখানে জন্মেছি, ভারতীয় হিসাবে গর্বিত, জানাচ্ছেন কলকাতায় বসবাসকারী চিনারা

Born here, proud to be an Indian, say Chinese living in Kolkata

The Truth Of Bengal : সীমান্ত নিয়ে গত কয়েক বছর ধরে বিবাদ চলছে ভারতের। মাঝে মাঝে অশান্তির ঘটনা ঘটে। দুই দেশের মধ্যে মধ্যে এমন পরিস্থিতি চললেও ভারতের পক্ষে অবস্থান নিয়েছেন এদেশে বসবাসরত চিনা বংশোদ্ভূতরা। গত কয়েক দশক ধরে কলকাতায় বসবাসকারী সেই চিনা বংশোদ্ভূত জানাচ্ছেন, তারা সর্বদা ভারতকে সমর্থন করে। কারণ এটাই এখন তাঁদের দেশ। তাঁদের পূর্ণ সমর্থন আছে ভারতের সেনার প্রতি।

কলকাতায় এই মুহূর্তে প্রায় ২০০০ চিনা বাস করেন। চায়না টাউন ও টেরেটি বাজার এলাকায় থাকেন তাঁরা। চিনাদের কারণে এই দুটি জায়গা এখন অন্যতম পর্যটন কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে। ওই চিনারা মূলত ব্যবসার সঙ্গে যুক্ত। কলকাতায় বাস করা চিনাদের বক্তব্য, আমরা এখানে জন্মেছি এবং আমরা ভারতীয় সংস্কৃতি পছন্দ করি এবং স্থানীয় লোকেরাও চিনা সংস্কৃতি পছন্দ করেন। এই শহরে একসঙ্গে থাকতে তাঁদের কোনও অসুবিধা হয় না। ফ্রান্সিন লিউ নামে এক চিনা বলেন, তারা ভারতীয় নাগরিক হিসাবে জীবনযাপন করতে পেরে খুব খুশি। বিভিন্ন সংস্কৃতি, ঐতিহ্যের মাঝে কলকাতায় শান্তিপূর্ণ পরিবেশে বসবাস করছেন।

৬৭ বছর বয়সী চিনা বংশোদ্ভূত আখালুউ। যিনি এখন পশ্চিমবঙ্গের রাজধানী শহর কলকাতার লালবাজারের কাছে টেরেটি বাজার এলাকায় তিনি পরিবারের সঙ্গে বসবাস করছেন। তিনি বলেছেন, ‘আমি এখানে জন্মগ্রহণ করেছি এবং একজন ভারতীয় হিসাবে গর্বিত বোধ করি। আমরা সবসময় ভারতকে সমর্থন করি। আমরা ভারতীয় সেনাবাহিনী ও পুলিশকেও সমর্থন করি। আমরা ভারতের জনগণকেও সম্মান করি। আমরা ভারতীয় এবং প্রয়োজনে আমরা ভারতীয় সেনাবাহিনীকে আমাদের সহায়তার হাত বাড়িয়ে দেব। আমরা চাই ভারত সব জায়গায় জয়ী হোক।‘

বহু বছর ধরে কলকাতায় বসবাস করছেন চিনারা। এই সিওহরে সঙ্গে তাঁদের একটা আত্মিক সম্পর্ক হয়ে গিয়েছে। তাঁদের অনেকেই এখন পরিষ্কার বাংলা বলতে পারেন। মূলত চামড়া ও রেস্টুরেন্ট ব্যবসার সঙ্গে যুক্ত থাকেন চিনারা। আগে অনেক বেশি সংখ্যক চিনা বাস করতেন কলকাতায়। এখন তাঁদের অনেকেই অন্য দেশে চলে গিয়েছে। ফলে আগের থেকে কলকাতায় চিনাদের সংখ্যা করেছেন। এখন সব মিলিয়ে প্রায় ২০০০ হাজার চিনা বাস করেন কলকাতায়।

Related Articles