কলকাতা

বিজেপির আদি-নব্য কোন্দলে জেরবার দক্ষিণ কলকাতা, চলল ভাঙচুর, কালি ছোড়াছুড়ি

BJP's Adi-Neo feud in South Kolkata, vandalism, ink pelting

Truth of Bengal: বিজেপির দক্ষিণ কলকাতা শিবিরে অভ্যন্তরীণ কোন্দল এবার প্রকাশ্যে চলে এল। রবিবার ঠাকুরপুকুরের আনন্দনগর বাজার এলাকায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত দলীয় কর্মীদের হাতে নিগৃহীত হলেন দক্ষিণ কলকাতা বিজেপির জেলা সভাপতি অনুপম ভট্টাচার্য। এই ঘটনার ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এবং রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে।

রবিবার একটি দলীয় সংবর্ধনা অনুষ্ঠানে অনুপম ভট্টাচার্যকে সম্বর্ধিত করার কথা ছিল। তবে অনুষ্ঠানের মাঝপথে হঠাৎ করেই সেখানে উপস্থিত হন বিজেপির একদল বিক্ষুব্ধ কর্মী-সমর্থক। অভিযোগ, তাঁরা দীর্ঘদিনের কর্মীদের সক্রিয় সদস্যপদ না দেওয়া নিয়ে প্রশ্ন তোলেন। প্রথমে আলোচনা শুরু হলেও, দ্রুত তা উত্তপ্ত বাক্য বিনিময়ে পরিণত হয়।

পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, এক পর্যায়ে চেয়ার ছোড়াছুড়ি শুরু হয়। অভিযোগ, জেলা সভাপতির এক অনুগামীর গায়ে কালি ছোড়া হয়। বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে আনতে পুলিশে অভিযোগ দায়ের করেছে দক্ষিণ কলকাতা বিজেপির জেলা নেতৃত্ব।

দক্ষিণ কলকাতা জেলা বিজেপির অভ্যন্তরীণ কোন্দল অবশ্য নতুন কিছু নয়। জেলা সভাপতির বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই একাংশের ক্ষোভ রয়েছে। অভিযোগ, তিনি টাকা বা মূল্যবান সামগ্রীর বিনিময়ে পদ বণ্টন করেন। এই নিয়ে বেশ কিছুদিন ধরেই দলের মধ্যে গুঞ্জন চলছিল, যা রবিবার সরাসরি সংঘর্ষের রূপ নেয়।

এই ঘটনার পর স্বাভাবিকভাবেই অস্বস্তিতে পড়েছে রাজ্য বিজেপি নেতৃত্ব। গোষ্ঠীসংঘর্ষ যে দলের অভ্যন্তরে বড়সড় বিভাজন তৈরি করেছে, তা এই ঘটনার মাধ্যমে আরও স্পষ্ট হয়ে উঠল। এখন দেখার, রাজ্য নেতৃত্ব এই পরিস্থিতি সামাল দিতে কী ব্যবস্থা নেয়।

Related Articles