কলকাতা

মারা গেলেন কিংবদন্তী কার্টুনিস্ট অমল চক্রবর্তী, থামল ‘অমল আলো’র পথ চলা

Cartoonist Amal Chakrabarty died

The Truth of Bengal: পুজোর মুখেই বাংলার সংস্কৃতি জগতে শোকের ছায়া। মারা গেলেন বাংলার বিখ্যাত কার্টুনিস্ট অমল চক্রবর্তী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর। বুধবার সকাল ১০টার সময় আর জি কর হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস চত্যাগ করেন।

ইংরেজশাসনকাল থেকেই ভারতের ব্যাঙ্গচিত্র বিশেষ জায়গা করে নিয়েছিল সংবাদমাধ্যগুলিতে। ইংরাজি ভাষায় সংবাদমাধ্যমের পাশাপাশি আঞ্চলিক ভাষার সংবাদমাধ্যমেও ব্যাপক জনপ্রিয় থাকতো কার্টুনচিত্র। ভারতের মাটিতেই এমন বহু বিশ্ববিখ্যাত কার্টুনিস্টের জন্ম হয়েছে। ভারতের বিখ্যাত কার্টুনশিল্পী কে শঙ্কর পিল্লাইয়ের ছাত্র ছিলেন অমল চক্রবর্তী। কার্টুনিস্ট হিসেবে বাংলার বহু সংবাদমাধ্যমে কাজ করেছেন অমলবাবু। তার মধ্যে অন্যতম, অমৃতবাজার পত্রিকা, যুগান্তর, আনন্দবাজার পত্রিকা। পরবর্তী সময়ে ১৯৯২ সালে সংবাদ প্রতিদিন আত্মপ্রকাশ করলে, তার জন্মলগ্ন থেকেই এই সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন অমলবাবু। সংবাদপ্রতিদিন পত্রিকায় নিয়মিত প্রকাশিত হত, তাঁর পকেট কার্টুন ‘অমল আলোয়’।

বার্ধক্যজনিত রোগে তিনি দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। দুটি চোখের জ্যোতিও কমে গিয়েছিল। একটি চোখে যেটুকু তিনি দেখতে পেতেন, তা দিয়েই তিনি কাজ চালিয়ে গিয়েছেন। তাঁর এই চলে যাওয়ার ফলে, বাংলার সাহিত্য ও চিত্র জগতে এক শূন্যস্থান তৈরি হল। তাঁর এই মৃত্যু সংবাদে শোকের ছায়া শিল্পীমহলে।