কলকাতা

Ragging রুখতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অ্যান্টি ব়্যাগিং কমিটি

Anti Ragging Committee

The Truth of Bengal: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গঠিত হল নয়া অ্যান্টি ব়্যাগিং কমিটি। উপাচার্য, সহ-উপাচার্য, রেজিস্ট্রার, ডিন অফ স্টুডেন্টসসহ মোট ৩৩ জন সদস্য থাকছেন কমিটিতে। বিজ্ঞপ্তি দিয়ে জানাল যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রত্যেক সদস্য ই-মেইল আইডি ও ফোন নম্বর দেওয়া হয়েছে। ব়্যাগিং ঠেকাতে নজরদারি করতে বিশ্ববিদ্যালয় ও হস্টেলগুলিতে ওই কমিটি সক্রিয় থাকবে বলেও জানানো হয়েছে।

পাশাপাশি রাজ্য সরকারের তৈরি নয়া অ্যান্টি ব়্যাগিং হেল্পলাইন নম্বর, ইউজিসির হেল্পলাইন নম্বর ও অনলাইনে ইউজিসিতে অভিযোগের দায়েরের ওয়েবসাইটের ঠিকানাও দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে। বৃহস্পতিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এই কমিটি গঠন করা হয়। কমিটিতে  সহ-উপাচার্য, রেজিস্ট্রার ছাড়াও রয়েছেন  ছাত্র সংসদের প্রতিনিধি, যাদবপুর এবং বিধাননগর দক্ষিণ থানার ওসি, সংবাদমাধ্যমের প্রতিনিধি সহ ৩৩ জন রয়েছে।

শিক্ষাঙ্গনকে ব়্যাগিংমুক্ত করতে ইতিমধ্যেই বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। তবে ছাত্র-মৃত্যুর পর এই নিয়মবিধি নিয়ে টনক নড়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। প্রসঙ্গত, গত অগাস্ট মাসে রহস্যজনকভাবে মৃত্যু হয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের এক ছাত্রের। প্রাথমিক তদন্তে জানা যায় ব়্যাগিংয়ের শিকার হয়েছে ওই ছাত্র। ইতিমধ্যে এই অভিযোগে বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন প্রাক্তনী এবং সিনিয়রকে গ্রেফতার করা হয়েছে।

Related Articles