কলকাতা

রাজ্যে আসছে আরও ৩০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, মোতায়েন উত্তরবঙ্গে

Another 30 companies of central forces are coming to the state, deployed in North Bengal

The Truth of Bengal: দ্বিতীয় পর্যায় নির্বাচনে রাজ্যে আসছে আরও কেন্দ্রীয় বাহিনী। শনিবার আসছে আর 30 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। মেঘালয় এবং সিকিম থেকে আসবে অতিরিক্ত এই কেন্দ্রীয় বাহিনী। আগামী 26 এপ্রিল দার্জিলিং, বালুরঘাট, রায়গঞ্জ লোকসভাকেন্দ্রে নির্বাচন। দ্বিতীয় দফা নির্বাচনে আরও কড়া নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করতে চাইছে জাতীয় নির্বাচন কমিশন। আরও 30 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হলে মোট 309 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হবে দ্বিতীয় দফায়।

কোথায় কত বাহিনী মোতায়েন হবে—

রায়গঞ্জে 60 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে

দক্ষিণ দিনাজপুরে 73 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে

ইসলামপুরে 51 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে

দার্জিলিঙয়ে 51 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে

শিলিগুড়িতে 21 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে

কালিম্পংয়ে 16 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে

Related Articles