কলকাতা

যৌনকর্মীদের সন্তানদের সংগঠনের হাতে উদ্ধার ১৩ বছরের নাবালিকা

'Amra Padatik', an organization formed by the children of sex workers, rescues a minor girl from a brothel area

Truth Of Bengal: ১৩ বছরের নাবালিকাকে উদ্ধার করল সোনাগাছি যৌনপল্লী যৌনকর্মীদের সন্তানদের তৈরি সংগঠন আমরা পদাতিক। বুধবার সকালে ‘আমরা পদাতিক’-এর একজন সদস্য কোহিনুর বেগম জোড়াবাগান যৌনপল্লী এলাকায় একটি মেয়েকে বসে থাকতে দেখে।

এটা নিয়ে তার মনে সন্দেহ হলে মেয়েটিকে প্রশ্ন করার পর জানা যায়, তার সৎ মা তাকে কলকাতা ঘোরানোর নাম করে নিয়ে এসেছিল সকালে। পরে দু-মিনিটে আসছি বলে পার্কসার্কাস অঞ্চলে রেখে চলে যায়, কিন্তু ঘন্টার পর ঘন্টা পেরিয়ে গেল তার সৎ মা আর ফিরে আসে না।

মেয়েটি জানায়, সে পার্ক সার্কাস ময়দান থেকে বাসে করে মেয়েটি হাওড়া স্টেশনে যায় এবং তার পরবর্তীতে হাটতে হাটতে জোড়াবাগান যৌনপল্লীর অঞ্চলে চলে আসে। ইতিমধ্যেই ‘আমরা পদাতিকে’র তরফ থেকে শিশু সুরক্ষা কমিশন এবং জোড়াবাগান থানায় পুরো বিষয়টি জানানো হয়েছে, সঙ্গে লিখিতভাবে অভিযোগও দায়ের করা হয়েছে।

Related Articles