
The Truth of Bengal: নির্বাচন কমিশন এবার শোকজ করল মেদিনীপুরের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালকে। জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই শোকজ করা হয়েছে। কমিশন সূত্রে খবর পুলিশকে ধমকানো চমকানোর কারণেই এই শোকজ। কয়েকদিন আগে মেদিনীপুরের কোতোয়ালি থানায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ জানাতে গিয়েছিলেন বিজেপির এই প্রার্থী।
উত্তরবঙ্গের জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি বক্তব্যকে হাতিয়ার করে অভিযোগ জানাতে যান। অভিযোগ, সেই সময় আঙুল উঁচিয়ে ওই থানার ডিউটি অফিসারকে হুমকি দিয়েছিলেন অগ্নিমিত্রা। এমনকি দেখে নেওয়ার হুঁশিয়ারি দেয়া হয়েছিল বলে অভিযোগ। বিজেপি প্রার্থী ও তার সঙ্গে থাকা লোকজন থানার মধ্যে তান্ডব চালায় এমন অভিযোগ ওঠে।
গায়ের জোরে অভিযোগ নিতে বাধ্য করানোর প্রয়াস চালানো হয় বলে অভিযোগ। সেই ভিডিও ভাইরাল হয়। এই নিয়ে কমিশনে অভিযোগ জমা পরে। শোকজ করা হয়েছে এবং সেই সঙ্গে ওই ঘটনার জন্য জবাবদিহি চাওয়া হয়েছে। ঐদিনের ঘটনার কী জবাব দেন অগ্নিমিত্রা এখন সেটাই দেখার। এই নিয়ে অগ্নিমিত্রার কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।