কলকাতা
জট কাটল ২০ বছর পর, ICDS- এ শীঘ্রই প্রায় ২০০০ কর্মী নিয়োগ
After twenty years, the Calcutta High Court has resolved the ICDS recruitment issue

Truth Of Bengal: রাজ্যে বেকার যুবক সমাজের কাছে খুশির খবর। বিপুল সংখ্যক কর্মী নিয়োগ হতে চলেছে আইসিডিএস এর মাধ্যমে। ৫০% নিয়োগ সরাসরি প্রক্রিয়ার মাধ্যমে আইসিডিএস কর্মী নিয়োগের এবার সবুজ সংকেত পাওয়া পেল। হাইকোর্টে ২০ বছর পর এই মামলার নিষ্পত্তি। এবার নিয়োগ হবে ৫০:৫০ অনুপাতে। সরাসরি এক হাজারেরও বেশি পদে নিয়োগের সবুজ সংকেত পাওয়া গেল। বাকি ৫০% কর্মী নিয়োগ হবে অভিজ্ঞতার ভিত্তিতে।