দুর্গাপুজোর পর ছটপুজো উপলক্ষ্যেও গান বাঁধলেন মুখ্যমন্ত্রী
After Durga Puja, the Chief Minister also composed a song on the occasion of Chhath Puja

Truth of Bengal: বুধবার পোস্তায় জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন করতে গিয়ে ঘোষনা করে ছিলেন মুখ্যমন্ত্রী, দুর্গাপুজো , কালিপুজো, মতো ছটপুজো উপলক্ষেও তিনি গান লিখেছেন। মুখ্যমন্ত্রী ঘোষণা অনুযায়ী তাঁর অন্যথা হল না। বৃহস্পতিবার সকালে নিজের সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করলেন। সকাল থেকেই বাজে কদম তলা, দই ঘাট , জাজেস ঘাট, বাজতে লাগলো তাঁর লেখা গান। প্রতিবছর কলকাতায় ঘাট পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী। জগদ্ধাত্রী পুজোর সঙ্গে আছে অবাঙালিদের ছট পুজো। এই জোড়া উৎসব সম্পর্কে মুখ্যমন্ত্রী বার্তা দেন। বলেন,‘জগদ্ধাত্রী হলেন জগতের মা। মায়ের একাধিক রূপ। কালই ছট পুজো আছে। আমাদের এখানে ছট পুজোয় সরকার দু’দিন ছুটি দেয়। আপনারা আস্তে আস্তে ঘাটে যাবেন। তাড়াহুড়ো করবেন না। কারণ জলে পুজো হয়। তাই সাবধানতা বজায় রাখবেন। পোস্তা বাজারে জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিবছর তিনি এই পুজোর উদ্বোধন করেন।
ছট পুজো নিয়ে সমাজ মাধ্যমে মুখ্যমন্ত্রী জানান, ছট পূজা আমাদের প্রকৃতি ও ছট মাইয়াদের প্রতি গভীর কৃতজ্ঞতা, ভক্তি ও অটুট বিশ্বাসের উৎসব। এই পবিত্র উৎসবে সকল ভক্তদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই যারা সারাদিন উপবাস করে সকাল-সন্ধ্যা অর্ঘ্য নিবেদন করে তাদের বিশ্বাস প্রকাশ করছেন। এই বছর, ভক্তি এবং বিশ্বাসের এই পবিত্র উপলক্ষ্যে, আমি আপনাদের সকলের জন্য একটি বিনীত প্রচেষ্টা করেছি – একটি গান, বিশেষভাবে লেখা এবং সুর করা।