উড়ালপুলে ঝরলো রক্ত, চিনা মাঞ্জার সুতোয় কপাল কাটল পুলিশকর্মীর
A Police officer injured in Maa flyover due to china manja

Truth Of Bengal : ফের মা উড়ালপুলে ঝরলো রক্ত। কিন্তু কিভাবে? ঠিক কি ঘটেছিল? অভিযোগ, মা উড়ালপুল এর ওপর দিয়ে বিছিয়ে রাখা হয়েছিল প্রাণঘাতী সুতো। উড়ালপুলের ওপর দিয়ে এক পুলিশকর্মী বাইকে করে যাবার সময় সেই চিনা মান যায় কপাল কেটে যায় তাঁর। এরপর আহত পুলিশকর্মীকে উদ্ধার করে চিত্তরঞ্জন মেডিকেল কলেজে ভর্তি করানো হয় চিকিৎসার জন্য। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
জানা যায়, রবিবার বিকেল নাগাদ পার্ক পার্ক সার্কাস থেকে চিংড়ি হাটার দিকে বাইকের চেপে যাচ্ছিলেন শাহনাওয়াজ আলী নামে এক পুলিশ কর্মী। তিনি আপাতত বিধান নগর পুলিশের অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর পদে কর্মরত। ওই পুলিশকর্মীর বাইকের পেছনের আসনে আরো একজন ছিলেন। এরপর মা উড়ালপুল দিয়ে যাওয়ার সময় চিনা মাঞ্জা ওই পুলিশকর্মীর কপালে লাগে। সঙ্গে সঙ্গে কপাল কেটে ঝরতে থাকে রক্ত। তৎক্ষণাৎ বাইকটি রাস্তার ধারে দাঁড় করান তিনি। তাঁকে রক্তাক্ত অবস্থায় দেখে উড়ালপুলের উপর দিয়ে যাতায়াতকারী কয়েকজন ব্যক্তি দৌড়ে আসেন। প্রাথমিকভাবে কিছুটা সেবা শুশ্রুষার পর পুলিশকে চিত্তরঞ্জন মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়।
কলকাতার একটি পরিচিত উড়ালপুলের মধ্যে অন্যতম হল মা উড়ালপুল। প্রতিদিন বহু মানুষ এই উড়ালপুলের ওপর দিয়ে যাতায়াত করেন। কলকাতার সবচেয়ে ব্যস্ততম রাস্তার মধ্যে এটি হলো অন্যতম। শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তাকে যোগ করেছে এই উড়ালপুল। কিন্তু সম্প্রতি সেখানে চিনা মাঞ্জার সুতো একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এর আগেও বহুবার এই মাঞ্জার কারণে রক্ত ঝরেছে মা উড়ালপুলে।