
The Truth of Bengal: পুজোর পর পুলিশে বড়সড় রদবদল। কলকাতা পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার (অপরাধ)- শঙ্খশুভ্র চক্রবর্তীকে নিয়ে আসা হলো সিআইডির ডিআইজি পদে। উত্তরবঙ্গের আইজিপি রাজেশ কুমার যাদবকে সিআইডি-র আইজিপি পদে বসানো হল। জলপাইগুড়ি রেঞ্জের আইজিপি অখিলেশকুমার চতুর্বেদীও হয়েছেন সিআইডি-র আইজিপি। রাজ্য পুলিশের তরফে বিজ্ঞপ্তি জারি করে একথা জানানো হয়েছে।রাজ্যের গোয়েন্দা বিভাগ সিআইডিকে ঢেলে সাজানোর সিদ্ধান্ত নিল রাজ্য প্রশাসন।পুজোর পরেই রদবদলে তত্পরতা দেখা গেল। রাজ্য পুলিশের একাধিক সিনিয়র আইপিএস অফিসারকে গোয়েন্দা বিভাগে বদলি করা হয়েছে।
তদন্ত প্রক্রিয়া সুচারু রূপে সম্পন্ন করতে শক্তি বাড়ল রাজ্য গোয়েন্দা বিভাগের।সেই লক্ষ্যে সিনিয়র ও দুঁদে আইপিএসদের এই পদে আনা হয়েছে বলে প্রশাসনের কর্তাদের ধারণা। রাজ্য পুলিশের তরফে বিজ্ঞপ্তি জারি করে রদবদলের বিষয়টি তুলে ধরা হয়েছে। কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার অপরাধ বিভাগে ছিলেন শঙ্খশুভ্র চক্রবর্তী এবার শঙ্খশুভ্র চক্রবর্তী হলেন সিআইডির ডিআইজি উত্তরবঙ্গের আইজিপি রাজেশ যাদব হলেন সিআইডির আইজিপি। জলপাইগুড়ি রেঞ্জের আইজিপি ছিলেন অখিলেশ কুমার চর্তুবেদী অখিলেশ কুমার চতুর্বেদী হলেন সিআইডির আইজিপি সশস্ত্র পুলিশের সার্কেল অফিসার ছিলেন শিবপ্রসাদ পাত্র।
সিআইডি-র শিলিগুড়ি সদর দফতরের এসএস পদে আনা হল ওই পদে ছিলেন ডেভিড ইভান লেপচা। তাঁকে রাজ্য সশস্ত্র পুলিশের চতুর্থ ব্যাটেলিয়নের কমান্ডিং অফিসারের দায়িত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া, রায়গঞ্জ রেঞ্জের ডিআইজি প্রসূন বন্দ্যোপাধ্যায়কে মালদহের ডিআইজি হিসাবে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। মালদহ রেঞ্জের ডিআইজি ছিলেন সুদীপ সরকার। তাঁকে রাজ্য পুলিশের ডিআইজি পার্সোনেল পদে আনা হয়েছে। রদবদল হয়েছে জেলাপুলিশেও। মুর্শিদাবাদ ট্র্যাফিকের অতিরিক্ত এসপি পাপিয়া সুলতানাকে হোম গার্ড অরগ্যানাইজেশনের সিনিয়র স্টাফ অফিসার করা হয়েছে।গোয়েন্দা বিভাগকে তদন্তে আরও কর্মতত্পর রাখতে এই পরিবর্তন বলেও স্বরাষ্ট্র দফতরের তরফে জানা যাচ্ছে।