পুরসভার বাজেটে ৭০০ কেটির জলপ্রকল্প শহরে, উন্নত পরিষেবায় জোর মেয়রের
700 KT water project in the municipal budget

The Truth Of Bengal : শনিবার পুরসভায় বাজেট পেশ করেন মেয়র ফিরহাদ হাকিম।এবারের বাজেটে জোর দেওয়া হচ্ছে জলপ্রকল্পে। ৭০০কোটি টাকার জলপ্রকল্প শুরু হচ্ছে বলে ঘোষণা করেন মেয়র। বাজেটে ১১২কোটি টাকার ঘাটতি রয়েছে। ঘাটতি মিটিয়ে আয় বাড়াতে বকেয়া কর আদায়ে জোর দেন তিনি।
সপ্তাহের প্রথমেই ডিহাইড্রেশনের জেরে গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন ফিরহাদ হাকিম। তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। তবু অসুস্থতা সত্ত্বেও প্রশাসনিক দায়বদ্ধতা পালনে তিনি যে অবিচল তা স্পষ্ট হল। শুক্রবার বিধানসভায় গুরুত্বপূর্ণ বিল পেশের জন্য হাতে স্যালাইনের চ্যানেল-সহ, ডাক্তার-নার্সদের নিয়েই ঘণ্টাখানেকের জন্য বিধানসভায় এসেছিলেন ফিরহাদ হাকিম। শনিবারও সেই অবস্থাতেই আসেন পুরসভায়। অসুস্থতার জন্য বাজেটের প্রথম ও শেষ পৃষ্ঠা পড়ে শোনান মেয়র। দুপুরে বাজেট পেশ করে জানান, এবারের ঘাটতি ১১২ কোটি টাকা। তা সত্ত্বেও জল সরবরাহ পরিষেবায় সবচেয়ে বেশি জোর দিয়ে ৭০০ কোটি টাকার প্রকল্প শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গ্রীষ্মে মাঝেমধ্যেই শহরের নানা প্রান্তে জল সরবরাহে সমস্যা দেখা যায়। টানা দু-তিনদিন জল কার্যত বন্ধ থাকে একাধিক ওয়ার্ডে। ফলে ভোগান্তির শিকার হন শহরের একাংশের মানুষ।সেই ভোগান্তির সম্ভাবনা থেকে বাঁচাতে নতুন জলপ্রকল্প বলে মহানাগরিক ঘোষণা করেন। নাগরিক পরিষেবা উন্নত করার পাশাপাশি শহরের সৌন্দর্যায়নের কাজকে তরান্বিত করার কাজে গতি আসবে বলে তিনি আশাপ্রকাশ করেন।
FREE ACCESS