চাকরি
Trending

রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর, হবে স্বাস্থ্য দপ্তরে স্টেট কনসালটেন্ট সিপিএইচসি নিয়োগ

There will be appointment of State Consultant CPHC in Health Department

The truth Of Bengal, Mou Basu : রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। রাজ্যের স্বাস্থ্য দফতর স্টেট কনসালট্যান্ট সিপিএইচসি পদে নিয়োগ করবে। ২৬ ফেব্রুয়ারির মাধ্যমে ওয়েস্ট বেঙ্গল স্টেট হেল্থ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতির অফিশিয়াল ওয়েবসাইট “www.wbhealth.gov.in” মারফত অনলাইনে আবেদন করতে হবে।

চাকরির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,
আবেদনকারীকে সোশ্যাল সায়েন্স/হেলথ ম্যানেজমেন্ট/সোশ্যাল ওয়ার্ক/রুরাল ম্যানেজমেন্ট/হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন/কমিউনিটি নার্সিং নিয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার প্রোগ্রাম বিশেষ করে এমএস অফিসে জ্ঞান থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় দক্ষতা থাকতে হবে।

মাসে বেতন মিলবে ৪৫ হাজার টাকা।

যে কোনো সরকারি বা বেসরকারি সংস্থায় কমপক্ষে ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে।

শুধুমাত্র অনলাইনে আবেদন গ্রাহ্য। অনলাইনেই ১০০ টাকা করে আবেদনমূল্য জমা দিতে হবে। বাছাই করা চাকরিপ্রার্থীদের লিখিত পরীক্ষা ও কম্পিউটার পরীক্ষা ও ইন্টারভিউয়ের জন্য বেছে নেওয়া হবে। বাছাই করা চাকরিপ্রার্থীদের প্রথমে লিখিত পরীক্ষায় বসতে হবে। সেই পরীক্ষায় পাশ করলে কম্পিউটার পরীক্ষা ও ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। শিক্ষাগত যোগ্যতা, লিখিত পরীক্ষা, কম্পিউটার পরীক্ষা ও ইন্টারভিউয়ে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে যোগ্য চাকরিপ্রার্থীকে বাছাই করা হবে।

অনলাইনে আবেদনপত্র ও আবেদনমূল্য জমা দেওয়ার পর কম্পিউটার স্ক্রিনে সিস্টেম জেনারেটেড রেজিষ্ট্রেশন স্লিপ বেরোবে। তা পরবর্তী ভেরিফিকেশনের জন্য কাজে লাগবে। ২১ ফেব্রুয়ারি রেজিষ্ট্রেশনের শেষ তারিখ। ২৩ ফেব্রুয়ারি আবেদনমূল্য জমা দেওয়ার শেষ তারিখ। ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইনে আবেদন জমা দেওয়া যাবে।

 

FREE ACCESS

Related Articles