
The Truth of Bengal, Mou Basu: স্কটিশ চার্চ কলেজে নন টিচিং গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে লাইব্রেরি ক্লার্ক,ল্যাব অ্যাটেনডেন্ট,পিয়ন,কর্মবন্ধু,লেডি অ্যাটেনডেন্ট-সহ ১৫ টি শূন্যপদ রয়েছে। সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে এখানে নিয়োগ করা হবে। প্রার্থীরা অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন। আবেদনপত্র ৪ আগস্ট থেকে জমা নেওয়া শুরু হয়েছে, ১৯ আগস্ট পর্যন্ত আবেদন করা যাবে।
১) লাইব্রেরি ক্লার্ক / Library Clerk – ০১ শূন্যপদ
২) ল্যাব এটেনডেন্ট / Lab Attendant – ০৬ শূন্যপদ
৩) পিয়ন / Peon – ০৩ শূন্যপদ
৪) কর্মবন্ধু / Karmabandhu – ০৩ শূন্যপদ
৫) লেডি অ্যাটেনডেন্ট / Lady Attendant – ০১ শূন্যপদ
৬) স্টোর কিপার / Store Keeper – ০১ শূন্যপদ
রাজ্য সরকারের প্রস্তাবিত যোগ্যতা এবং অভিজ্ঞতা থাকতে হবে এই পদ গুলোতে আবেদন করার জন্য।
সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে প্রার্থীদের নিয়োগ করা হবে।
কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে (https://www.scottishchurch.ac.in/noticeUpload/Job%20Opportunities/attachment_2023-08-04-07-25-26.pdf) যেতে হবে সেখানে গিয়ে Job Opportunities বলে যে অপশনটি আছে সেই অপশনে গিয়ে যে আবেদন করার যে বিজ্ঞপ্তি আছে এবং তার পাশাপাশি যে আবেদন করার জন্য পত্রটি আছে সেটিকে ডাউনলোড করতে হবে। কীভাবে আবেদন, এসংক্রান্ত বিশদ তথ্যের জন্য ক্লিক করুন কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে।