চাকরি

সিআইডিতে সুপারভাইজার ও কম্পিউটার অ্যানালিস্ট নিয়োগ

Recruitment of CID Supervisor and Computer Analyst

The Truth of bengal,Mou Basu: রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি)-তে সুপারভাইজার ও কম্পিউটার অ্যানালিসিস্ট পদে নিয়োগ করা হবে। শূন্যপদ ৪১টি। ১ ফেব্রুয়ারি থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইনে আবেদন করতে হবে এই লিঙ্কের মাধ্যমে “https://recruitment-cidwb.intapplication/form”। ১ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টা থেকে অ্যাপ্লিকেশন উইন্ডো খুলবে। খোলা থাকবে ১১ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত।

চাকরির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,
১) সুপারভাইজার লেভেল-৩
শূন্যপদ: ৪টি
মাসিক বেতন: ৩৩ হাজার টাকা

২) কম্পিউটার অ্যানালিসিস্ট
শূন্যপদ: ৩৭টি
মাসিক বেতন: ২০ হাজার টাকা

শিক্ষাগত যোগ্যতা: এমসিএ বা আইটি/কম্পিউটার সায়েন্সে এমএসসিতে প্রথম শ্রেণির ডিগ্রি থাকতে হবে। অথবা আইটি/কম্পিউটার সায়েন্সে বিই/বিটেক ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার অ্যানালিসিস্ট পদে আবেদনকারীর ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে: PGDCA/B.Sc (Computer Science)/BCA/DOEACC ” A” level।

অতিরিক্ত যোগ্যতা: সফটওয়্যার ডিজাইন, ডেভেলপমেন্ট, ডক্যুমেন্টেশন অ্যান্ড ইমপ্লিমেন্টেশন সাপোর্টের দক্ষতা থাকতে হবে সুপারভাইজার পদে আবেদনকারীর ক্ষেত্রে। কম্পিউটার অ্যানালিস্ট পদে আবেদনকারীর ক্ষেত্রে সফটওয়্যার অ্যান্ড ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমসের দক্ষতা থাকতে হবে।

কীভাবে চাকরিপ্রার্থীদের বাছাই করা হবে-
অনলাইন টেস্ট, লিখিত পরীক্ষা আর ইন্টারভিউয়ের মাধ্যমে চাকরিপ্রার্থীদের বাছাই করা হবে। অফিশিয়াল ওয়েবসাইট মারফত পরীক্ষার দিন জানানো হবে। অনলাইনে আবেদনের সময় প্রয়োজনীয় নথিপত্র, স্ক্যান করা পাসপোর্ট সাইজের ছবি, সই, আধার কার্ডের তথ্য আপলোড করতে হবে। পরবর্তী কাজের জন্য অনলাইনে আবেদনের কনফার্মেশন পেজের প্রিন্ট আউট নিতে হবে। পরীক্ষার দিন বৈধ সচিত্র পরিচয়পত্র আর অনলাইন কল লেটার বাধ্যতামূলক ভাবে সঙ্গে রাখতে হবে।

Related Articles