মুরারই ডেভেলপমেন্ট ব্লকে রাজগ্রাম গ্রাম পঞ্চায়েতে মহিলা কর্মী নিয়োগ
Panchayat Women Recruitment

The Truth of Bengal,Mou Basu: রাঢ়বঙ্গের জেলা বীরভূমের মহিলা চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। জেলার মুরারই উন্নয়ন ব্লকের অধীনস্থ রাজগ্রাম গ্রাম পঞ্চায়েতে VLE পদে মহিলা কর্মী নিয়োগ করা হবে। মাধ্যমিক পাশ করলেই আবেদন করা যাবে। ১১ ডিসেম্বরের মধ্যে আবেদন করতে হবে। সরাসরি মুরারই ডেভেলপমেন্ট ব্লকের MGNREGA বা একশো দিনের কাজের জন্য নির্দিষ্ট যে দফতর (cell) রয়েছে সেখানের ড্রপ বক্সে গিয়ে আবেদনপত্র জমা করে আসতে হবে। অথবা রেজিস্টার্ড পোস্ট মারফত এই ঠিকানায় পাঠাতে হবে–” Programme Officer & BDO, Murarai-1 development Block, Murarai, Birbhum, PIN-731219”।
চুক্তিভিত্তিক চাকরি। মাসে বেতন মিলবে ১০ হাজার টাকা করে।
চাকরির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,
১) ১টি শূন্যপদ।
২) যে কোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ। যে কোনো সরকারি রেজিস্টার্ড প্রতিষ্ঠান থেকে ৬ মাসের কম্পিউটার অ্যাপ্লিকেশনে প্রশিক্ষণ থাকতে হবে।
৩) ২০২৩ সালের ১ জানুয়ারির নিরিখে আবেদনকারীর বয়স হতে হবে ১৮-৪০ বছরের মধ্যে। ১৯৮৩ সালের ১ জানুয়ারির আগে অথবা ২০০৫ সালের ১ জানুয়ারির পর জন্ম হলে আবেদন করা যাবে না।
কীভাবে যোগ্য প্রার্থী বাছাই করা হবে?
১০০ নম্বরের মধ্যে ৫০ নম্বর লিখিত পরীক্ষার জন্য ধার্য করা হয়েছে। ৪০ নম্বরের কম্পিউটার পরীক্ষা ও ১০ নম্বর ধার্য করা হয়েছে ইন্টারভিউয়ের জন্য। এই ৩ পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে চাকরিপ্রার্থীদের বাছাইয়ের চূড়ান্ত নামের তালিকা প্রকাশ করা হবে। প্রথমে এক বছরের জন্য চুক্তি করা হবে। পরে কাজের অভিজ্ঞতা ও দক্ষতার ভিত্তিতে চুক্তির মেয়াদ আরো বেশি করে বাড়ানো হবে।
অফিশিয়াল ওয়েবসাইট থেকে নির্দিষ্ট ফরম্যাটের আবেদনপত্র ডাউনলোড করে তা প্রিন্ট আউট বের করে নিতে হবে। আবেদনপত্র হাতে লিখে পুরণ করতে হবে। এরসঙ্গে এক কপি নিজের সাম্প্রতিক রঙিন পাসপোর্ট সাইজের ছবি (নাম সই করতে হবে), বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিক পরীক্ষার শংসাপত্র বা জন্মের শংসাপত্র, মাধ্যমিক পরীক্ষার মার্কশিট, ভোটার কার্ড, আধার কার্ড, কম্পিউটার কোর্সের শংসাপত্রের সেলফ অ্যাটেসটেড করা প্রতিলিপি। ২টি নিজের ঠিকানা লেখা ও ১০ টাকার স্ট্যাম্প আটকানো খাম দিতে হবে। সমস্ত নথিপত্র একটা খামের মধ্যে ঢুকিয়ে তার মুখ সেঁটে দিতে হবে। খামের ওপর বড়ো বড়ো অক্ষরে লিখতে হবে —
“Application for the post of VLE”