
The Truth of Bengal,Mou Basu: দেশের বিভিন্ন আইআইটিগুলোতে ভর্তির জন্য জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্সড প্রবেশিকা পরীক্ষা নেওয়া হয়। ২০২৪ সালের জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্সড পরীক্ষার দিন প্রকাশ করা হয়েছে। আগামী বছর ২৬ মে অনুষ্ঠিত হবে জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্সড পরীক্ষা।
পরীক্ষা নেবে আইআইটি মাদ্রাজ। জয়েন্ট এন্ট্রান্স মেইন পরীক্ষায় পাশ করা প্রথম আড়াই লাখ পরীক্ষার্থীরা তাঁদের নাম নথিভুক্ত করতে পারেন ‘jeeadv.ac.in’ ওয়েবসাইটের মাধ্যমে।
২০২৪ সালের প্রবেশিকা পরীক্ষা জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্সডের অ্যাপ্লিকেশন উইন্ডো খুলবে আগামী বছর ২১ এপ্রিল। তা সক্রিয় থাকবে ৩০ এপ্রিল পর্যন্ত। অ্যাডমিট কার্ড দেওয়া শুরু হবে ১৭ মে। ৪ জুন পরীক্ষার ফল প্রকাশ করা হবে।