চাকরিপ্রার্থীদের জন্য সুসংবাদ, জঙ্গলমহলের বিশ্ববিদ্যালয় স্পেশাল লেকচারার নিয়োগ
Jangalmahal University Special Lecturer Recruitment, How to Apply

Truth Of Bengal :
মৌ বসু
রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। জঙ্গলমহলের বিশ্ববিদ্যালয় বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে স্পেশাল লেকচারার নিয়োগ করা হবে। এই মর্মে এরমধ্যেই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ভূগোল ও পদার্থবিদ্যার জন্য স্পেশাল লেকচারার নিয়োগ করা হবে। ওয়াক ইন ইন্টারভিউ মারফত যোগ্য চাকরিপ্রার্থীদের বাছাই করা হবে। ৩১ জানুয়ারি বাঁকুড়ার পুরন্দরপুরে বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের মেন ক্যাম্পাসের অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ের ৩ তলায় সকাল সাড়ে ১১টা থেকে ইন্টারভিউ নেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী ভাতা মিলবে।
চাকরির বিজ্ঞাপন অনুযায়ী, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসির নিয়ম অনুযায়ী যোগ্যতা থাকতে হবে। এছাড়াও স্নাতক ও স্নাতকোত্তর স্তরে পড়ুয়াদের সাঁওতালি ভাষায় পাঠদানের যোগ্যতা থাকতে হবে। অলচিকি হরফ সম্বন্ধে জ্ঞান থাকতে হবে। ভালো ভাবে সাঁওতালি ভাষায় বলার, লেখার ক্ষমতা থাকতে হবে। ইন্টারভিউয়ের সময় পরিচয়পত্র, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা ও কাজের অভিজ্ঞতা সংক্রান্ত নথিপত্র (আসল ও সেলফ অ্যাটেসটেড করা প্রতিলিপি) আনতে হবে।