
The Truth of Bengal,Mou Basu: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর দিল দেশের প্রথমসারির শিক্ষা প্রতিষ্ঠান আইআইটি খড়গপুর। ১৭ শূন্যপদে নন টিচিং স্টাফ বা অশিক্ষক কর্মচারী নিয়োগ করা হবে। অনলাইনে ২০ ডিসেম্বরের মধ্যে আবেদন করতে হবে। অফিশিয়াল ওয়েবসাইট ”www.iitkgp.ac.in” থেকে আবেদনপত্র ডাউনলোড করতে হবে। স্নাতক হলেই আবেদন করা যাবে।
আইআইটি খড়গপুরের তরফে জারি করা চাকরির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সিনিয়র এগজিকিউটিভের শূন্যপদ ৪, এগজিকিউটিভ ইঞ্জিনিয়ারের শূন্যপদ ২, ইঞ্জিনিয়ারের শূন্যপদ ৭ ও জুনিয়র ইঞ্জিনিয়ারের শূন্যপদ ৪।
শিক্ষাগত যোগ্যতা:
সিনিয়র এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার (সিভিল/ইলেকট্রিক্যাল) পদে আবেদনের জন্য আবেদনকারীকে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সিভিল বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে প্রথম শ্রেণিতে বিই/বিটেক করতে হবে। সিভিল বা ইলেকট্রিক্যাল ওয়ার্কসে ৮ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স হতে হবে ৫০ বছরের মধ্যে। বেতন: ৭৮,৮০০-২,০৯,২০০ টাকার মধ্যে মাসে মাইনে হবে।
এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার (সিভিল/ইলেকট্রিক্যাল/আরএসি) পদে আবেদনের জন্য আবেদনকারীকে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণিতে বিই বা বিটেক ডিগ্রি থাকতে হবে। সিভিল বা ইলেকট্রিক্যাল বা আরএসি ওয়ার্কসে ৬ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে। বেতন: ৬৭,৭০০-২,০৮,৭০০ টাকার মধ্যে মাসে মাইনে হবে।
ইঞ্জিনিয়ার (সিভিল/ইলেকট্রিক্যাল/মেকানিক্যাল/টেলিকম/আরএসি/সিডব্লিউআইএসএস/এইচওআরটি/ইএলভি) নিয়ে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণিতে বিই বা বিটেক ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট বিষয় নিয়ে ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে।বেতন: ৫৬,১০০-১,৭৭,৫০০ টাকার মধ্যে মাসে মাইনে হবে। গ্রেড পে ৫,৪০০ টাকা।
জুনিয়র ইঞ্জিনিয়ার (সিভিল/ইলেকট্রিক্যাল/মেকানিক্যাল/টেলিকম/আরএসি/সিডব্লিউআইএসএস/এইচওআরটি/ইএলভি)- যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে অথবা আর্কিটেকচার বা ইঞ্জিনিয়ারিং ৩ বছরের ডিপ্লোমা ও সংশ্লিষ্ট বিষয় নিয়ে ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বেতন: ৩৫,৪০০-১,১২,৪০০ টাকার মধ্যে মাসে মাইনে হবে।
সিনিয়র এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার/এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার/ইঞ্জিনিয়ার পদে আবেদন মূল্য অসংরক্ষিত, ওবিসিদের জন্য ১ হাজার টাকা। তপশিলি জাতি ও উপজাতি চাকরিপ্রার্থীদের, শারীরিক বিশেষ ভাবে সক্ষম চাকরিপ্রার্থীদের ও মহিলা চাকরিপ্রার্থীদের জন্য আবেদন মূল্য ৫০০ টাকা। জুনিয়র ইঞ্জিনিয়ার পদে আবেদন মূল্য অসংরক্ষিত, ওবিসি চাকরিপ্রার্থীদের জন্য ৫০০ টাকা আর তপশিলি জাতি ও উপজাতি চাকরিপ্রার্থীদের, শারীরিক বিশেষ ভাবে সক্ষম চাকরিপ্রার্থীদের ও মহিলা চাকরিপ্রার্থীদের জন্য আবেদন মূল্য ২৫০ টাকা।