চাকরি

২০২৪ সালেই ডাক্তারি কোর্স চালু করতে চলেছে আইআইটি খড়গপুর

Job News

The Truth of Bengal,Mou Basu:পড়ুয়াদের জন্য সুখবর। ২০২৪ সাল থেকেই ডাক্তারি পড়তে এমবিবিএস কোর্স চালু করতে চলেছে আইআইটি খড়গপুর। বিসি রায় ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে এই ডাক্তারি কোর্স পড়ানো হবে। কেন্দ্রীয় সরকারের “জাতীয় শিক্ষা নীতি (২০২০)” কার্যকর করতে এমবিবিএস কোর্স চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে খড়গপুর আইআইটি কর্তৃপক্ষ।

তবে অন্য মেডিক্যাল কলেজের থেকে আইআইটি খড়গপুরের এমবিবিএস ডিগ্রি কোর্স কিছুটা আলাদা হবে। ডাক্তারি কোর্সে আইআইটি খড়গপুরের পড়ুয়াদের পাঠক্রমে বেসিক সায়েন্স, প্রযুক্তি ও ইঞ্জিনিয়ারিংয়ের বিষয়টিও থাকবে মেডিক্যালের পাশাপাশি।আগামী বছরের কোন সময় থেকে এমবিবিএস কোর্স চালু হবে সে নিয়ে এখন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক আর কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের কাছ থেকে চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় খড়গপুর আইআইটি কর্তৃপক্ষ।

অনুমতি লাগবে ন্যাশনাল মেডিক্যাল কমিশনের কাছ থেকেও। প্রথম ব্যাচে ১০০ আসন নিয়ে এমবিবিএস ডিগ্রি কোর্স চালু করতে চায় খড়গপুর আইআইটি কর্তৃপক্ষ। নিট পরীক্ষায় পাশ করা পড়ুয়ারা ভর্তি হতে পারবেন এমবিবিএস কোর্সে। এমবিবিএসের পাঠক্রম তৈরি করতে কমিটি তৈরি করা হয়েছে।

Related Articles