স্বপ্ন দেখেন আইআইটি খড়্গপুরে গবেষণার? জেনে নিন কোন বিভাগে কত শূন্য পদ রয়েছে?
Dreaming of research in IIT Kharagpur? Find out how many vacancies there are in which department?

The Truth Of Bengal, Mou Basu : রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। দেশের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আইআইটি খড়গপুরে গবেষণার সুযোগ আছে। আইআইটি খড়গপুরে জুনিয়র রিসার্চ ফেলো পদে নিয়োগ করা হবে। একটি শূন্যপদ। চুক্তিভিত্তিক চাকরি। আগামী ১৫ মে’র মধ্যে আইআইটি খড়গপুরের ওয়েবসাইট (www.kpsc.kar.nic) মারফত অনলাইনে আবেদন করতে হবে।
চাকরির বিজ্ঞাপনে বলা হয়েছে, জুনিয়র রিসার্চ ফেলো পদে নিয়োগের জন্য আবেদনের জন্য বিই/বিটেক/এমই/এমটেক করতে হবে। বয়স হতে হবে ২৮ বছরের মধ্যে। তপশিলি জাতি ও উপজাতি, ওবিসি, মহিলা বা শারীরিক বিশেষ ভাবে সক্ষম/দৃষ্টিহীন চাকরিপ্রার্থীদের জন্য বয়সে ৫ বছর ছাড় মিলবে। ফেলোশিপ বাবদ মাসে বেতন মিলবে ৩৭ হাজার টাকা করে। আবেদন করার সময় কম্পিউটার স্ক্রিনে ফুটে উঠবে সিস্টেম জেনারেটেড রেজিষ্ট্রেশন/অ্যাকনলেজমেন্ট স্লিপ যা ভবিষ্যতে কাজে লাগবে। তাই তা ভালো করে রেখে দিতে হবে।