চাকরি

চাকরিপ্রার্থীদের জন্য সুখবর, কলকাতা বিশ্ববিদ্যালয় টেকনিশিয়ান পদে নিয়োগ

Calcutta University Recruitment for the post of Technician

The Truth Of Bengal, Mou Basu : চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। দেশের অন্যতম ঐতিহ্যশালী শিক্ষা প্রতিষ্ঠান কলকাতা বিশ্ববিদ্যালয় ১৪টি শূন্যপদে টেকনিশিয়ান পদে নিয়োগ করা হবে। এই মর্মে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সিনিয়র নেটওয়ার্ক টেকনিশিয়ান আর জুনিয়র নেটওয়ার্ক টেকনিশিয়ান পদে নিয়োগ করা হবে। চুক্তিভিত্তিক চাকরি। আগ্রহী চাকরিপ্রার্থীরা কলকাতা বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইট মারফত অনলাইনে আবেদন করতে পারবেন। সিনিয়র নেটওয়ার্ক টেকনিশিয়ান পদে শূন্যপদ ৬টি। জুনিয়র নেটওয়ার্ক টেকনিশিয়ান পদে শূন্যপদ ৮।

চাকরির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,
সিনিয়র নেটওয়ার্ক টেকনিশিয়ান পদে আবেদনের জন্য আবেদনকারীকে বিএ/বিএসসি/বিকম/বিসিএ নিয়ে স্নাতক হতে হবে। ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স/কম্পিউটার ইঞ্জিনিয়ারিং। নেটওয়ার্ক মেন্টেনেন্স নিয়ে ন্যূনতম ৮ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
জুনিয়র নেটওয়ার্ক টেকনিশিয়ান পদে আবেদনের জন্য আবেদনকারীকে বিএ/বিএসসি/বিকম/বিসিএ নিয়ে স্নাতক হতে হবে। ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স/কম্পিউটার ইঞ্জিনিয়ারিং। নেটওয়ার্ক মেন্টেনেন্স নিয়ে ন্যূনতম ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও যে কোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে কম্পিউটারের হার্ডওয়্যার অ্যান্ড নেটওয়ার্কিংয়ের ওপর কোর্স করতে হবে। সিনিয়র নেটওয়ার্ক টেকনিশিয়ান হিসাবে মাসে বেতন মিলবে ২৫ হাজার টাকা আর জুনিয়র নেটওয়ার্ক টেকনিশিয়ান হিসাবে মাসে বেতন মিলবে ২০ হাজার টাকা করে।

২০ জানুয়ারির মধ্যে অনলাইনে আবেদনপত্র পূরণ করে জমা দিতে হবে এই লিঙ্কের মাধ্যমে–“https://forms.gle/p4PWGQAkoAd4NkNx7″। এছাড়াও আবেদনকারীকে পিডিএফ ফরম্যাটে স্ক্যান করা আবেদনপত্র সই করা পাঠাতে হবে এই ইমেইল আইডিতে–“[email protected]”। বৈধ মোবাইল বা ফোন নম্বর ও ইমেইল আইডি দিতে হবে। বাছাই করা চাকরিপ্রার্থীদের ইমেইল মারফত অনলাইনে পরীক্ষা ও ইন্টারভিউয়ের দিন আগে থেকে জানানো হবে। ইন্টারভিউয়ের সময় পাসপোর্ট সাইজের ছবি, আসল ও সেলফ অ্যাটেসটেড করা সমস্ত নথিপত্র সঙ্গে রাখতে হবে।

 

FREE ACCESS

Related Articles