চাকরি

প্রকাশিত কলকাতা পুলিশের কনস্টেবল ও লেডি কনস্টেবল পদে নিয়োগের পরীক্ষার অ্যাডমিট কার্ড

Job News

The Truth of Bengal,Mou Basu: পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড কলকাতা পুলিশের কনস্টেবল ও লেডি কনস্টেবল পদে নিয়োগের পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশ করেছে। ফিজিক্যাল এফিশিয়েন্সি টেস্ট (পিইটি) ও ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টের জন্য অ্যাডমিট কার্ড ইস্যু করা হয়েছে। অনলাইনে এই লিঙ্কে (conswbprb.applythrunet.co.in/GetAdmitPMTPET_KPCons22aspx)  ক্লিক করতে হবে।

৮ ডিজিটের অ্যাপ্লিকেশন নম্বর ও জন্ম তারিখ দিয়ে লগ ইন করতে হবে। স্ক্রিনে অ্যাডমিট কার্ড দেখালে তা ডাউনলোড করতে হবে। ২ নভেম্বরে পরীক্ষা হবে। পরীক্ষার দিন ই-অ্যাডমিট কার্ড দেখাতে হবে। অফলাইনে আবেদন করলেই একমাত্র চাকরিপ্রার্থীদের বাড়িতে কাগজের অ্যাডমিট কার্ড পাঠানো হবে। অনলাইনে আবেদন করলে ই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে।

Free Access

Related Articles