
The Truth Of Bengal : আইপিএলের কোনো কোনো রাতে বিপক্ষ টিমের ঘুম উড়িয়ে দিচ্ছে কোনো কোনো খেলোয়াড়। আবার কোনো কোনো দল এমন পারফর্ম করছে যেখানে বিপক্ষে একেবারে ধরাশায়ী হয়ে যাচ্ছে। এই দলের মধ্যে অন্যতম শক্তিশালী দল সানরাইজার্স হায়দ্রাবাদ। এবার হায়দ্রাবাদ ও আরসিবি মুখোমুখি হতে চলেছে।
একদলের সামনে এবার পঞ্চম ম্যাচ জেতার সুযোগ রয়েছে। অপরদিকে আরসিবির সামনে রয়েছে জয়ের ধারায় ফেরার ব্যস্ততা। বিরাটের আরসিবির বিপক্ষে সানরাইজার্স আজকে নতুন কোনো রেকর্ড করবে কিনা সেদিকে নজর রয়েছে সকলের। সানরাইজার্স এই মরসুমে শুধু বিপক্ষকে হারিয়েই ক্ষান্ত নয়।
সেই সঙ্গে রানের পাহাড় গড়তেও তারা সক্ষম। সানরাইজার্স হায়দরাবাদই এমন একটি দল যারা একটি টি-২০ টুর্নামেন্টে ২৫০ রানের গণ্ডি টপকাতেও সক্ষম ।
বিশ্বের আর কোনও দলের এরকম রেকর্ড নেই। আর এই রেকর্ডের পর খেলোয়াড় থেকে সমর্থক প্রত্যেকেই আশাবাদী এবার ট্রফি জয় করবে সানরাইজার্স হায়দ্রাবাদ। আরসিবির বিরুদ্ধে তাদের ব্যাট কতটা জ্বলে উঠবে তা এখনো নিশ্চিত না হলেও তারা যে বিপক্ষকে বেশ চাপে রাখবে তা একেবারে স্পষ্ট।
এর আগে মুম্বাই ইন্ডিয়ান্স এর বিরুদ্ধে ২৭৭ রান করে নজির গড়ে । তারপর আরসিবির বিপক্ষেও ২৮৭ রান ইনিংস খেলে, দিল্লি ক্যাপিটালস এর বিরুদ্ধে ২৬৬ রান করে । একের পর এক নজির গড়েই চলেছে গোটা দল । এর আগে আরসিবির বিরুদ্ধে ২৮৭ রানের মারকাটারি ইনিংস খেলে হায়দ্রাবাদ । আজ সেই ধারাটা অব্যাহত থাকবে কিনা তা স্পষ্ট নয় কারোর কাছে।