পরবর্তী রাউন্ডে যেতে জয় প্রয়োজন বিরাট কোহলিদের

The Truth Of Bengal: আইপিএলের ৫৮ তম ম্যাচে মুখোমুখি হয়েছিল রয়েল চ্যালেঞ্জার বেঙ্গালুরু এবং পঞ্জাব কিংস। টসে জিতে প্রথম বোল করার সিধান্ত নেয় পঞ্জাব। প্রথম ব্যাট করতে নেমে পাওয়ার প্লে তে বেশ দারুন শুরু করে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কিন্তু প্রথমেই ফ্যাফ ডু প্লিসি কে ফেরায় ভিদওয়াত কাভেরাপ্পা। ৪.৪ ওভারে ভিদওয়াত কাভেরাপ্পা ফেরায় উইল জ্যাকস।
৬ ওভার শেষে বেঙ্গালুরুর রানসংখ্যা ৬ উইকেটে ৫৬ রান করেন। স্যাম কুরানের বলে আউট হয়ে ফিরতে হয় রজত পাতিদারকে। পাতিদার ২১ বলে ৫০ রান করে। তিনটি চার ও ছয়টি ছয় মারেন তিনি। ১০ ওভার শেষে রান বেঙ্গালুরু ৩ উইকেট হারিয়ে ১১৯ রান করেন। অপরদিকে ২৩ বলে ৪২ রানে নট আউট খেলছিলেন বিরাট কোহেলি। বৃষ্টির জন্য খেলা কিছুক্ষন বন্ধ থাকে। পরবর্তীতে খেলা আবার শুরু হলে ৩২ বলে নিজের ৫০ রান করেন বিরাট কোহেলি। ১৫ ওভার পরে ১৬৪ রান করে বেঙ্গালুরু। ১৫ ওভার পরে যথেষ্ট ভালো শুরু করে কোহেলিরা।
সেঞ্চুরির খুব কাচ থেকেই ফিরতে হয় বিরাট কোহেলিকে। ৪৭ বল খেলে তিনি ৯২ রানে আউট হয়ে যায় বিরাট কোহেলি। ৭টি চার ও ৬টি ছয় মারেন তিনি। ৭ বলে ১৮ রানের কার্যকরী ইনিংস খেলে ডাগআউটে ফেরেন দীনেশ কার্তিক। প্রথম ব্যাটিংয়ের শেষ ওভারে ৩ উইকেট হারিয়ে মাত্র চার রান করে বেঙ্গালুরু। ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ২৪১ রান করে বেঙ্গালুরু। পরবর্তী রাউন্ডের জন্য নিজেদের টিকিয়ে রাখতে এইরান ডিফেন্ড করতে হবে বেঙ্গালুরুকে।