রাহুল চাহারের ঘূর্ণিতেই ব্যাটিং পতন চেন্নাইয়ের

The Truth Of Bengal: রবিবার আইপিএলের ম্যাচে ধর্মশালায় পঞ্জাব কিংসের মুখোমুখি হয় চেন্নাই সুপার কিংসের। টসে জিতে প্রথম বল করার সিধান্ত নেয় পঞ্জাব। প্রথমে ব্যাট করতে নেমে ১২ রানে নিজেদের প্রথম উইকেট হারালেও বেশ ভালোই শুরু করে চেন্নাই। রাহানে আউট হওয়ার পরে রুতুরাজ গায়কোয়াড ও ড্যারেল মিচেল জুটি বেঁধে পাওয়ার প্লে তে ৬০ রান করেন। তারপরে রাহুল চাহারের বলে দুটি উইকেট হারায় চেন্নাই।
রুতুরাজ এবং শিভম দুবে কে নিজেদের স্পিনের ঘূর্ণি তে ডাগআউটে ফেরত পাঠায়। পরের ওভারেই হর্ষল প্যাটেলের বলে এলবিডব্লু আউট হয় ড্যারেল মিচেল। ১০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ৭৯ রান করে চেন্নাই সুপার কিংস। ইংলিশ অলরাউন্ডার স্যাম কুরানের বলে আরেক ইংলিশ অলরাউন্ডার মইন আলি পুল শট চালাতে গিয়ে ইংলিশ ব্যাটার জনি বেয়ারস্টোর হাতে ক্যাচ দিয়ে ডাগ আউটে ফেরত যান। ১৫ ওভারে ৫ উইকেট হারিয়ে ১১৭ রান করে। রাহুল চাহার নিউজিল্যান্ডের অলরাউন্ডার মিচেল স্যান্টনারকে ১১ রানে ফেরান।
শার্দুল এবং জাদেজা ২৮ রানের ছোট্টো জুটি বাঁধেন তাঁরা। কিন্তু ১৮.৪ বলে হর্ষলের বলে আউট হয়ে ফেরেন শার্দুল। সবার প্রিয় থালাকে পরের বলেই বোল্ড করে দেন হর্ষল। অপরদিকে দাঁড়িয়ে থাকা জাদেজা অর্শদীপের শেষ ওভারে দুটি ছয় মারলেও আউট হয়ে যান তিনি। ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬৭ রান করে চেন্নাই। পঞ্জাব যেভাবে কলকাতা নাইট রাইডার্স এর বিরুদ্ধে ব্যাটিং করেছে তাতে এই ১৬৮ রানের লক্ষ্য তাঁদের জন্য অনেকটা সহজ হতে পারে।