IPL 2024খেলা
Trending

মাত্র ২ রানে হায়দ্রাবাদের কাছে হার পঞ্জাবের

Punjab lost to Hyderabad by just 2 runs

The Truth of Bengal : শশাঙ্ক-আশুতোষ এর লড়াইয়েও পাঞ্জাব কিংস হারাতে পারল না সানরাইজার হায়দ্রাবাদকে। মাত্র দুই রানে হারতে হল শিখর ধাওয়ানদের। টসে জিতে প্রথম বল করার সিদ্ধান্ত নেয় পাঞ্জাব কিংস। প্রথমে ব্যাট করতে নেমে সানরাইজার হায়দ্রাবাদ ১৮২ রান তুলেছে। ব্যাট হাতে ট্রাভিস হেড ১৫ বলে ২১ রান করে। অভিষেক শর্মা ১১ বলে ১৬ রান করে। নীতিশ কুমার রেড্ডির ব্যাটিংয়েই হায়দ্রাবাদকে এই ম্যাচে ১৮২ রান কর‍তে সাহায্য করে। নীতিশ কুমার রেড্ডি ৩৭ বলে ৬৪ রান করেন। চারটি চার ও পাঁচটি ছয় মারেন তিনি। এই ম্যাচে হেনরিচ ক্লাসেন মাত্র ৯ রান করেই আউট হয়ে যান। রাহুল ত্রিপাঠীয় ১৪ টি বল খেলে মাত্র ১১ টি রান করেন। পাঞ্জাবের হয়ে বল হাতে আর্শদ্বীপ সিং ৪ অভার বল করে ২৯ রান দিয়ে ৪টি উইকেট তুলে নেন। এছাড়াও স্যাম কুরান ও হর্শল প্যাটেল ২টি করে উইকেট পান। রাবাডা ১টি উইকেট পান।

১৮৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পঞ্জাবের ক্যাপ্টেন ধাওয়ান ১৬ বলে মাত্র ১৪ রান করে। পঞ্জাবের প্রথমে দিকের ব্যাটসম্যানরা সেরকম দাঁড়াতেই পারেনি। স্যাম কুরান ২২ বলে ২৯ রান করেন। জিম্বাবুয়েয়ান সিকান্দার রাজা ২২ বলে ২৮ রান করেন। শশাঙ্ক সিং ২৫ বলে ৪৬ রানের অনবদ্য ইনিংস খেলেন। মধ্যে ছটি চার এবং একটি ছয় মারেন। জিতেশ শর্মা সেরকম কিছু না করতে পারলেও শশাঙ্ক সিং-এর সঙ্গ দেন আশুতোষ শর্মা। টিচার ও দুটি ছয় এর মাধ্যমে ১৫ বলে ৩৩ রান করেন। মাঠের দর্শক পাঞ্জাবের হার দেখলেও শশাঙ্ক এবং আশুতোষ- এর লড়াইকেও কুর্নিশ জানাচ্ছে।

Related Articles