গ্রুপ পর্বের শেষ ম্যাচে নেই ফিল সল্ট , বদল হবে প্রথম একাদশ ?
Phil Salt is not in the last match of the group stage

The Truth of Bengal : গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলতে নামছে কেকেআর বাহিনী। রবিবার সন্ধ্যা সাড়ে সাতটায় প্রতিপক্ষ রাজস্থান রয়ালস । এই ম্যাচে প্রথম একাদশে একাধিক পরিবর্তন হতে পারে কেকেআরে । রাসেলের থাকা নিয়ে অনিশ্চয়তা রয়েছে কারণ সল্ট দেশ ছেড়ে গিয়েছেন ইংল্যান্ডে। ফলত প্রথমবার ওপেনিং জুটি বদলাতে হবে কেকেআরকে । সল্ট না থাকায় প্রথমবার নাইট বাহিনীর জার্সিতে খেলবেন রহমানুল্লা গুরবাজ।
আর এই সুযোগটাকে তিনি কাজে লাগাতে চাইবেন। অপরদিকে সুনীল নারাইন ১২ ম্যাচে ৪৬১ রান করেছে ফলত তার দায়িত্ব বেড়ে গেছে। প্লে অফে যাওয়ার আগে রাজস্থানের বিরুদ্ধে খেলে প্রাথমিক প্রস্তুতি সেরে নিতে চাইছেন। প্লে অফের আগে শ্রেয়স আইয়ার বড় রান চাইবেন আজ। এই মুহূর্তে ভেঙ্কটেশ আইয়ার মিডিল অর্ডারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন। প্লে অফের আগে রিঙ্কু সিং চাইছেন তার ব্যাটে আসুক বড়সড়ো রান। রাজস্থানের বিপক্ষে ব্যাটিংয়ের পাশাপাশি ফিল্ডিং এ কেকেআরের অন্যতম ভরসার রমনদীপ । স্টার্ক গত কয়েকটা ম্যাচে যে মেজাজে তিনি রয়েছেন সেটা কে নতুন করে জ্বালিয়ে দেওয়ার একটা সুযোগ পাবেন। হর্ষিত রানা তরুণ বোলারদের মধ্যে বেশ নজর কেড়েছেন । রবিবার খেলবেন তিনি। ডেট অভারে বল করতে পারেন হর্ষিত । বেগুনি টুপির দৌড়ে রয়েছেন বরুণ চক্রবর্তী। কেকেআরের সব থেকে বেশি উইকেট নিয়েছেন। কেকেআরের অন্যতম খেলোয়াড় বৈভব অরোরা ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে ভালো পারফর্ম করেছেন বেশ কয়েকটা ম্যাচে । রাজস্থানের বিপক্ষে তাকে দেখা যেতে চলেছে।