IPL 2024

তিলক-হার্দিকদের লড়াইতেও পরাজয় স্বীকার মুম্বইয়ের

Mumbai conceded defeat in Tilak-Hardik fight

The Truth Of Bengal : দিল্লি ক্যাপিটালস-এর বিরুদ্ধে অরুন জেটলি স্টেডিয়ামে টসে জিতে ফিল্ডিং-এর সিধান্ত নেয় মুম্বই অধিনায়ক হার্দিক পান্ডিয়া। ফ্রেজার-ম্যাকগার্ক এবং অভিষেক পোড়েল দিল্লির হয়ে প্রথমে ব্যাট করতে নামেন। ফ্রেজার-ম্যাকগার্ক মাত্র ১৫ বলে অর্ধশতরান করেন। ৬ ওভারে ৯২ রানের পার্টনারশিপ করেন। ২৭ বলে ৮৪ রান করে ফিরতে হয় ফ্রেজার-ম্যাকগার্ক। ১১টি চার ও ৬টি ছয় মারেন তিনি। পীযুষ চাওলার বলে ক্যাচ আউট হয়ে ফিরতে হয়ে তাঁকে। নবির বলে এগিয়ে খেলতে গিয়ে স্ট্যাম্প আউট হন পোড়েল। ২৬ বলে ৩৬ রান করে তিনি। ৩টি চার ও ১টি ছয় মারেন তিনি। পরিবর্ত ব্যাটার হিসাবে নামা স্টাবস একটি ওভারে ৫ বাউন্ডারি এবং ১টি ওভার বাউন্ডারি মারেন তিনি। ঋষভ পন্থ ১৯ বলে ২৯ রান করে আউট হয়ে যান। ২৫ বলে ৪৮ রান করে অপরাজিত থাকেন স্টাবস। ২০ ওভারে দিল্লি ক্যাপিটালস নিজেদের ইতিহাসে সর্বোচ্চ রান ২৫৭ করে।

মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ওপেন কর‍তে নেমে মাত্র ১৪ বলে ২০ রান করে আউট হয়ে যায় ইশান কিশান। রোহিত শর্মা ৮ বলে ৮ রান করেন। সূর্যকুমার যাদব-কে ইম্প্যাক্ট খেলোয়াড় হিসেবে নামানো হয়, তিনি মাত্র ১৩ বলে ২৬ রান করেন। তিলক ভার্মা ৩১ বলে ৬২ রানের ইনিংস খেলেন। এই ম্যাচে ৪টি চার ও ৪টি ছয় মারেন তিনি। হার্দিক পান্ডিয়া ২৪ বলে ৪৬ রান করেন। ৪টি চার ও ৩টি ছয় মারেন তিনি। তারপরের ব্যাটসম্যান’রা সেরকম কিছু করতে না পারলেও ১৭ বলে ৩৭ রান করেন টিম ডেভিড। ২টি চার ও ৩টি ছয় মারেন। কিন্তু শেষ পর্যন্ত ২৪৭ রানেই থামতে হয় মুম্বই’কে। ১১ রানের হার স্বীকার করতে হয় রোহিত’দের।

Related Articles