IPL 2024খেলা
Trending

২২ গজ থেকে ছিটকে গেলেও শামির মন পড়ে রয়েছে গুজরাট টাইটান্সেই,

Mohammed Shami now congratulates his IPL team Gujarat Titans

The Truth Of Bengal: ২২ গজ থেকে ছিটকে গেলেও মন পড়ে রয়েছে ২২ গজে।  মহহ্মদ শামি  এবার তার আইপিএল দল গুজরাট টাইটানস কে শুভেচ্ছা জানালেন এক্স এর মাধ্যমে।এবার আইপিএলে  খেলতে না পারলেও মনটা গুজরাট টাইটান্সের  জন্য যে ছটফট করছে তা একেবারে স্পষ্ট ।

তিনি খেলতে পারছেন না আইপিএলে,  কারণ তার পায়ে অস্ত্রপচার করা হয়েছে গত ফেব্রুয়ারিতে। খেলতে না পারলেও মনটা গুজরাট টাইটান্সের  জন্য যে ছটফট করছে তা একেবারে স্পষ্ট ।  ব্যান্ডেজ করা পায়ে বিছানাতেই তার বেশি সময় কাটছে ।

মহহ্মদ শামি দলের জন্য শুভেচ্ছা বার্তা পাঠালেন এবং এক্সে  লিখেছেন,  গুজরাট টাইটান্স দলের জন্য আমি আমার শুভেচ্ছা জানাচ্ছি। আমি তাদের জন্য আমার শুভ কামনা পাঠাচ্ছি। শামির গুজরাটকে শুভেচ্ছা জানানোর দিনেই সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে বড় জয় পেয়েছে গুজরাট টাইটান্স দল।

 

 

Related Articles