IPL 2024

জয়ের সেলিব্রেশনে মাতোয়ারা কেকেআর

Matwara KKR in celebration of victory

The Truth Of Bengal : ইডেন গার্ডেন্সে কেকেআরের ম্যাচ ঘিরে ছিল  উত্তেজনা, উন্মাদনা। কলকাতায় যখন তাপমাত্রা ৪০ ছাড়িয়েছে সেই  মুহূর্তে কেকেআরের মুখোমুখি হয়েছিল বিরাটের আরসিবি। টস হেরে প্রথমে ব্য়াটিং করে কেকেআর তুলেছিল ছয় উইকেটে ২২২ রান। আর এর  জবাবে আরসিবি করে ২২১ রানে। রুদ্ধশ্বাস শেষ ওভারে কেকেআরের জয় লাভ করে এক রানে।

ইডেনে একের পর এক ম্যাচে নিজের দাপট বজায় রেখেছে কেকেআর এ দিনও সেই চেষ্টাই করেছে রিঙ্কু রাসেলরা।  এদিন এক রানে ম্যাচ জিতে কলকাতার সমর্থকদের কে নতুন করে আশা দেখালো কেকেআর। এই জয়ের পর সেলিব্রেশানে মেতে উঠলেন কেকেআর কেকেআরের খেলোয়াড়রা। সাজঘরে ফিরে এই জয়ের মুহূর্ত থেকে কেক কেটে সেলিব্রেশন করলেন তারা প্রত্যেকের মুখেই চওড়া হাসি এবং এই সেলেব্রেশনের মুহূর্তটাকে ভিডিও করতে ছাড়েননি, কেকেআর টিম। এক্সে  কেকেআরের তরফ থেকে এই ভিডিও পোস্ট করা হয়েছে। সেখানে শ্রেয়স আইয়ার থেকে অঙ্গকৃষ রঘুবংশীকে দেখা গেছে।

 

Related Articles