IPL 2024খেলা

পয়েন্ট টেবিলের শীর্ষে নাইট ব্রিগেড

Knight Brigade tops the points table

The Truth Of Bengal :  লখনৌকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে কলকাতা নাইট রাইডার্স।  টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেটে ২৩৫ রান তোলে কলকাতা। তাড়া করতে ১৬.১ ওভারে ১৩৭ রানে অলআউট হয় লক্ষ্ণৌ। ৯৮ রানের বিশাল ব্যবধানে জয় পায় নাইট ব্রিগেড।১১ ম্যাচে ৮ জয় ও ৩ হারে মোট ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠল কলকাতা। দ্বিতীয় রাজস্থান রয়্যালসের সংগ্রহ ১০ ম্যাচে ১৬ পয়েন্ট। রান রেটে রাজস্থানের  চেয়ে এগিয়ে শীর্ষস্থানে উঠল কলকাতা। ১১ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলে পঞ্চম লক্ষ্ণৌ। ফর্মে থাকা ওপেনার সুনীল নারাইন কলকাতার হয়ে ৭ ছক্কা ও ৬ চারে ৩৯ বলে ৮১ রানের দুর্দান্ত ইনিংস খেলেন।কলকাতার প্রথম সাত ব্যাটসম্যানই দুই অঙ্কের ইনিংস খেলেছেন। ওপেনিং জুটিতে ২৬ বলে ৬১ এবং দ্বিতীয় উইকেটে ৪৬ বলে ৭৯ রানের জুটি পেয়েছে কলকাতা। তবে কলকাতার হয়ে ৪১৬.৬৬ স্ট্রাইকরেটে ব্যাট করেন রমনদীপ সিং। ৩ ছক্কা ও ১ চারে ৬ বলে ২৫ রানে অপরাজিত ছিলেন রমনদীপ। অধিনায়ক শ্রেয়াস আইয়ার করেন ১৫ বলে ২৩।

রান তাড়া করতে নেমে দ্বিতীয় ওভারেই ওপেনার আরশিন কুলকার্নিকে হারায় লক্ষ্ণৌ। দৌড়ে গিয়ে দুর্দান্ত ক্যাচে তাঁকে ড্রেসিংরুমে পাঠান রমনদীপ। ২১ বলে ২৫ রান করা লক্ষ্ণৌ অধিনায়ক লোকেশ রাহুল ৮ম ওভারে হর্ষিত রানার শিকার হন। ১০ ওভারের মধ্যে দীপক হুদা ও মার্কাস স্টয়নিসকেও হারায় লক্ষ্ণৌ। দলের রান তখন ৮৫। জয়ের জন্য শেষ ১০ ওভারে ১৪০ রান দরকার ছিল লক্ষ্ণৌর। কিন্তু রান তাড়ার চাপে দ্রুত উইকেট পড়ায় ম্যাচ থেকে ধীরে ধীরে ছিটকে পড়ে তারা। জয়ের জন্য শেষ ৩০ বলে লক্ষ্ণৌর যখন ১০৬ রান প্রয়োজন তখন দলটির হাতে ছিল মাত্র ২ উইকেট। অবশেষে ৯৮ রানের ব্যাপক ব্যবধানে জয় আনে কলকাতা।

Related Articles