IPL 2024
Trending

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে, প্লে-অফে কোয়ালিফাই করল কেকেআর

The Truth of Bengal : মুম্বইকে ১৮ রানে হারিয়ে আইপিএল ২০২৪ এর প্রথম দল হিসেবে প্লে-অফের জন্য কোয়ালিফাই করল কলকাতা নাইট রাইডার্স। আইপিএলের ৬০ তম ম্যাচে মুখোমুখি হয় কেকেআর ও মুম্বই ইন্ডিয়ান্স। বৃষ্টির জন্য দেরি করে ম্যাচ শুরু হয়। ম্যাচে টসে জিতে প্রথম বল করা সিদ্ধান্ত নেয় হার্দিক।

শ্রীলঙ্কান পেসার নুয়ান থুসারার প্রথম বলেই ছয় মেরে শুরু করেন ফিল সল্ট। কিন্তু সেই ওভারের পঞ্চম বলে ফিরতে হয় তাঁকে। পরের ওভারে নারাইন কে আউট করেন জসপ্রীত বুমরা। কাম্বোজের বলে ম্যাচের চতুর্থ ওভারের প্রথম বলেই ৭ রানে আউট হয়ে যান ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ার। চোট সারিয়ে প্রথম একাদশে ফেরা নীতিশ রানা তাঁর পরিবর্তে ব্যাট করতে নামেন। ৫ ওভারের পাওয়ার প্লের শেষে কে কে আরের রান সংখ্যা ৩ উইকেটে ৪৫। পীযুষ চাওলার প্রথম বলে আউট হয়ে যান ভেঙ্কটেশ আইয়ার। তিনি ২১ বলে ৪২ রান করেন। ৬টি চার ও ২টি ছয় মারেন। ১০ ওভার শেষে কলকাতার রান সংখ্যা ৪ উইকেটের বিনিময়ে ৯৭। ১২৫ রানে কলকাতা নাইট রাইডার্স নিজেদের ষষ্ঠ উইকেট হারায়। আন্দ্রে রাসেল ২৪ রান করে আউট হয়ে যান। তার পরে রিঙ্কু সিং একটু দাঁড়ালেও আর সেভাবে কেউ কিছু করতে পারে নি। কেকেআর ৭ উইকেটে ১৫৭ রান করে।

মুম্বইকে জিততে হলে ১৬ ওভারে ১৫৮ রান কর‍তে হত। প্রথমে ইশান কিশান ভালো শুরু করলেও অবশেষে হার স্বীকার করতে হয় মুম্বইকে। ২২ বলে ৪০ রান করেম ইশান কিশান। রোহিত শর্মা ২৪ বলে ১৯ রান করে। সূর্যকুমারকেও ফির‍তে হয় মাত্র ১১ রানে। হার্দিক পান্ডিয়া মাত্র ২ রান করেন। শেষের দিকে এসে নমম ধীর ৬ বলে ১৭ রান করলেও তিনিও ক্যাচ আউট হয়ে ফিরে যান হর্ষিত রানার বলে। তিলক বর্মা শেষ পর্যন্ত চেষ্টা করলেও তাঁকেও ডাগ-আউটে ফেরান হর্ষিত রানা। ১৬ ওভার শেষে ৮ উইকেটে ১৩৯ রান করে মুম্বই। বল হাতে জাদু দেখান বরুণ চক্রবত্তী। তিনি ৪ ওভার বল করে মাত্র ১৭ রান দিয়ে মূল্যবান ২টি উইকেট তুলে নেন। এছাড়াও হর্ষিত রানা ও আন্দ্রে রাসেল ২টি করে উইকেট পেয়েছেন। নারাইন পেয়েছেন ১টি উইকেট। পরবর্তী ম্যাচে গুজরাট টাইটান্সকে হারিয়ে শীর্ষ স্থান প্রায় পাকা করতে চাইবে গম্ভীর বাহিনী।

Related Articles