IPL 2024 : প্রকাশ্যেই ভর্ৎসনা রাহুলকে ! সঞ্জীব গোয়েঙ্কার ধমকের মুখে কে এল রাহুল
IPL 2024: Rahul is publicly reprimanded! KL Rahul faces threats from Sanjeev Goenka

The Truth Of Bengal : ম্যাচে হারের পর প্রকাশ্যে লখনও সুপার জায়ান্টস দলের মালিক সঞ্জীব গোয়েঙ্কা প্রকাশ্যেই ভর্ৎসনা করেন দলের অধিনায়ক কেএল রাহুলকে। তারপর সঞ্জীব গোয়েনকা তীব্র সমালোচনার মুখে পড়েছেন। তার ভর্ৎসনা করার ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ধারাভাষ্য কার থেকে শুরু করে সমর্থকরা কেউই এটা ভালোভাবে নেননি।
লখন্উ এর বিপক্ষে হায়দ্রাবাদ ম্যাচ জিতে যাওয়ার পরেই এই ছবি দেখা যায়। প্রথমে ব্যাট করে লাখনও ৪ উইকেট খুইয়ে ১৬৫ রান করে । সেই জবাবে হায়দ্রাবাদ মাত্র ৯.৪ ওভারেই জয় তুলে নেন। হায়দ্রাবাদের অভিষেক শর্মা এবং ট্রাভিস হেড ম্যাচে দাপটের সঙ্গে খেলেন।
যে ভিডিও ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে বাউন্ডারির কাছে দাঁড়িয়ে রাহুলকে গোয়েঙ্কা কিছু বোঝাচ্ছেন , তার এই বোঝানোর আচরণ দেখেই ক্ষুব্ধ সমর্থকেরা। গোয়েঙ্কাকে দেখে মনে হচ্ছে তিনি কে এল রাহুলকে তিরস্কার করছেন। এবং তার গলার স্বর যে উঁচু ছিল সেটা ভিডিওতে স্পষ্ট হয়েছে সমর্থকদের কাছে।
KL Rahul’s potential is epic, but somehow he never clicked at T20’s the way he should have. At 32 it’s now tough to reinvent, but one never knows. But this public drubbing by Goenka is despicable. Also the faces his wife (I assume) was making is patheticpic.twitter.com/mq7kEP8MPO
— Rana. (@bladeit) May 9, 2024
এই ভিডিও প্রকাশ্যে আসার পর যে বক্তব্য রাখছেন বিশেষজ্ঞ এবং সমর্থকেরা তা হল প্রকাশ্যে নয় রুদ্ধ দ্বারেই এমন আলোচনা হওয়া উচিত। সঞ্জীব গোয়েঙ্কা নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছেন বলে মনে করছে বিশেষজ্ঞরা যা মোটেই উচিত হয়নি। সঞ্জীব গোয়েঙ্কার এই আচরণ নতুন নয় বলেই মত সমর্থকদের।