IPL 2024: আজ দিল্লির চোখ গুজরাত টাইটান্সের দিকে, কি হতে চলেছে ম্যাচে?
Indian Premier League

The Truth Of Bengal: আজ দিল্লির চোখ গুজরাত টাইটান্সকে হারিয়ে মরসুমের তৃতীয় জয়ের দিকে। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে। দিল্লি ক্যাপিটালস ৬ ম্যাচের মধ্যে ২টি জিতেছে। পয়েন্ট টেবিলের নবম স্থানে রয়েছে তারা।
আইপিএল ২০২৪-এ এখনও পর্যন্ত ৩১টি ম্যাচ খেলা হয়েছে। দুর্দান্ত ব্যাটিং পারফরম্যান্স দেখা গিয়েছে চলতি মরসুমে। ৩১টি ম্যাচের ৯টিতে ২০০ রানের গণ্ডি পেরিয়েছে একাধিক দল।গুজরাত টাইটান্স শিবিরে স্বস্তির খবর গত কয়েকদিন ধরে নেটে অনুশীলন করছেন ডেভিড মিলার। চোটের কারণে তাঁকে তিনটি ম্যাচে পায়নি টাইটান্স। মিলার ফিরলে ম্যাথু ওয়েড বাদ পড়বেন। ঋদ্ধিমান সাহা দলে ফিরছেন। ম্যাচ শুরুর আগে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ এক্সে একটি পোস্ট করে অনুশীলনকে নিয়ে।
Inching closer towards Match 3️⃣2️⃣ ⏳ @gujarat_titans 🤜🤛 @DelhiCapitals
Are you hoping for another last over thriller like last night? 😉 #TATAIPL | #GTvDC pic.twitter.com/m2JizzzcYo
— IndianPremierLeague (@IPL) April 17, 2024