IPL 2024
Trending

ম্যাচে সাফল্যের পরেও জরিমানা দিলেন রাহুল! বোর্ডের শাস্তি থেকে বাদ গেলেন না ঋতুরাজ

The Truth Of Bengal: ওভার রেট জন্য এবার লখনউ সুপারজায়ান্টস ও চেন্নাই সুপার কিংস এর অধিনায়ক’দের দিতে হল জরিমানা। ঋতুরাজ গায়কোয়াড় ও লোকেশ রাহুল’কে মন্থর ওভার রেটের জন্য ১২ লক্ষ্যের জরিমানা ধার্য করেছে বিসিসিআই। শুক্রবার লখনউ বনাম চেন্নাই এর ম্যাচ ছিল যথেষ্টই উত্তেজনাপূর্ণ। তবে শেষ হাসি হাসতে দেখা যায় লোকেশ’কেই এদিন।

শুক্রবার হার্দিক পাণ্ড্য’কেও তাঁর মন্থর ওভার রেটের জন্য জরিমানা দেওয়ার খবর ছড়াতে না ছড়াতেই, এবার আরও দুই জন অধিনায়কে এবার বিসিসিআই এর শাস্তি। বর্তমানে লখনউ ও চেন্নাই, দুটি দলেরই স্কোর বোর্ডের হাল সমান রয়েছে। তবে রাহুলকে এদিন খেলায় আবারও নিজের সেরা দিতে দেখা যায়।

৮২ রানের ইনিংস খেলেন লখনউ অধিনায়ক এদিন। তবে ঋতুরাজ এর ইনিংস এতটা ঝকঝকে ছিল না এদিন। মাত্র ১৭ রাত করেই ফিরে যান মাঠের বাইরে। তারপর যদিও থালা কিছুটা চেষ্টা করেছিলেন বটে। মাত্র ৮ বলে ২৮ রান করে দলকে কিছুটা এগিয়ে নিয়ে যান। তবে শেষ রক্ষা হল কই? ম্যাচ হারতে হয় ঋতুরাজ দের।

Related Articles