IPL 2024

পায়ে মারাত্মক চোট পেলেন ধোনি, আইপিএল থেকে কি ছিটকে গেলেন মাহি ?

Dhoni suffered a serious leg injury, Mahi was knocked out of the IPL?

The Truth Of Bengal : ধোনির ম্যাচ দেখার জন্য অপেক্ষায় থাকেন সমর্থকেরা । ৪২ বছর বয়সেও ধোনি যে কোন খেলোয়াড়ের সঙ্গে টক্কর নিয়ে সমানতালে খেলে চলেছেন। ৪২ বছর বয়সেও সমান  ভাবে টক্কর দেন প্রতিপক্ষ  টিমকে ।  এদিন সিএসকে দিল্লির বিপক্ষে জিততে না পারলেও । মন খারাপ সমর্থকদের । কারণ চোট পেলেন মাহি ।


। বয়স তাঁর বাড়লেও উইকেটের পিছনে একেবারে শিকারি বাঘের মতোই ধোনির আচরণ । কিন্তু সিএসকে তরফ থেকে এবার যে ভিডিও সামনে আনা হয়েছে তাতে বাড়লো আশঙ্কা। ম্যাচের পর ধোনি হাঁটছেন খুঁড়িয়ে খুঁড়িয়ে। তাতে ফের আশঙ্কা – তিনি কি চোট পেলেন? কতটাই বা চোট পেলেন? এ বিষয়ে এখনো কিছু জানা না গেলেও ধোনির যে বেশ চোট রয়েছে পায়ে তা স্পষ্ট। জানা গিয়েছে এই দিন আইস প্যাক বেঁধে তিনি খেলেছেন। ৮ থেকে ৮০ মানুষজন আইপিএল টুর্নামেন্টে ধোনির পারফরম্যান্স নিয়ে আলোচনা করে থাকেন।

এই টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোতে যদি তাকে না পাওয়া যায় এই চোটের জন্য তাহলে এটাই ধোনির শেষ আইপিএল হতে চলেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কারণ তিনি তার আইপিএল কেরিয়ারকে আর হয়তো বাড়াবেন না। ২০২৪ এই শেষ আইপিএল খেলছেন ধোনি । মাহি অধিনায়কত্বের ভারও তুলে দিয়েছেন অন্যের কাঁধে। ফলত চোট নিয়ে যদি তাকে ভুগতে হয় সামনে টুর্নামেন্টে তাকে নাও পাওয়া যেতে পারে বলেই মত সমর্থকদের।

 

 

Related Articles