IPL 2024

রেকর্ড গড়লেন ধোনি, প্রথম ভারতীয় হিসেবে এই কৃতিত্ব

Dhoni set the record, becoming the first Indian to achieve this feat

The Truth Of Bengal : ক্রিকেটের ইতিহাসে অনেক মহান মহান খেলোয়াড়দের রেকর্ড আছে। ব্র্যায়ন লারা থেকে শুরু করে শচীন তেন্ডুলকর এমনকি বর্তমানে বিরাট কোহেলি সবারই বিভিন্ন রেকর্ড আছে। ক্রিকেট একপ্রকার রেকর্ড ভাঙা গড়ার খেলা। আইপিএল-ও এর বাইরে নয়। এখানেও রেকর্ড ভাঙা গড়া লেগেই থাকে। আইপিএল এ এবার রেকর্ড গড়লেন ভারতের প্রাক্তন অধিনায়ক ও উইকেট কিপার মহেন্দ্র সিং ধোনি।

মুম্বাইয়ের বিরুদ্ধে ব্যাট করতে নেমে প্রথম তিন বলে তিনটি ছয় মারার রেকর্ড গড়লেন তিনি। আইপিএল এ তৃতীয় খেলোয়াড় হিসেবে এই কৃতিত্ব অর্জন করলেন ধোনি। ১৯.২ ওভারে হার্দিক পান্ডিয়ার বলে ড্যারেল মিচেল আউট হয়ে যাওয়ার পরে ধোনি ব্যাট করতে নামেন। পরপর তিন বলে টানা তিনটি ছয় মারেন ধোনি।

Related Articles