IPL 2024

ঝামেলা মিটিয়ে অবশেষে ঋতুরাজকেই করা হল আইপিএলের অধিনায়ক

After solving the problem, Rituraj was finally made the captain of the IPL

The Truth Of Bengal : এবার আইপিএলে চেন্নাই সুপার কিংস ঋতুরাজকে অধিনায়ক করেছে। রুতুরাজের অধীনে গোটা দল থাকলেও ধোনিই আসলে নেপথ্যে রয়েছেন বলে মত সমর্থকদের ।  মাঝে ধোনি সরে যান এবং ঋতুরাজ কে অধিনায়ক করা হয় কিন্তু সিএসকের সঙ্গে ঋতুরাজের সমস্যা চলায় রতুরাজ অধিনায়ক হতে অস্বীকার করে। তখন ধোনি চ্যালেঞ্জ নিয়ে ঋতুরাজকে অধিনায়ক বানানোর জন্য সব রকম প্রস্তুতি চালিয়ে যায়।

অবশেষে ২০২৪ আইপিএল এ রুতুরাজকেই দেখা যাচ্ছে অধিনায়ক হিসেবে। যদিও গোটা টিমের নেতৃত্বে এখনো ধোনি রয়েছেন। কিভাবে টিম প্র্যাকটিস করবেন কিভাবে পারফর্ম করবে সবটা ধোনির নিজেই ঠিক করে দেন। নতুন অধিনায়ক তৈরির মাধ্যমে ধনীর যেন স্পষ্ট বার্তা দিয়ে দিয়েছেন তিনি সামনের বছর আইপিএল খেলবেন না।

তবে ধোনির ম্যাচ দেখার জন্য অপেক্ষায় থাকেন সমর্থকেরা । ৪২ বছর বয়সেও ধোনি  যে কোন খেলোয়াড়ের সঙ্গে টক্কর নিয়ে সমানতালে খেলে চলেছেন।  ৪২ বছর বয়সেও সমান  ভাবে টক্কর দেন প্রতিপক্ষ  টিমকে। বয়স তাঁর বাড়লেও উইকেটের পিছনে একেবারে শিকারি বাঘের মতোই ধোনির আচরণ।

 

 

Related Articles