আন্তর্জাতিক

৩৩টি দেশের নাগরিকদের জন্য ভিসা-মুক্ত ভ্রমণ  

Saudi Arabia Visa

The Truth of Bengal: মসৌদি আরবসহ ৩৩টি দেশের পাসপোর্টধারীদের জন্য বিষেশ খবর। ৩৩টি দেশের পাসপোর্টধারীদের ভিসার প্রয়োজনীয়তা প্রত্যাহার করছে ইরান। মন্ত্রিসভার বৈঠকের পর পর্যটন মন্ত্রী ইজ্জাতোল্লা জারঘামির এ বিষয়টি নিশ্চিত করেন। ইজ্জাতোল্লা বলেন, ‘সরকার বিশ্বের জন্য দেশের দরজা খুলে দিতে চায়।

’তিনি আরো বলেন, ‘ইসলামী প্রজাতন্ত্র বিশ্বব্যাপী মানুষের জন্য দরজা খুলে দিতে ও তাদের জন্য আরো সুযোগ-সুবিধা দেয়ার জন্য তার প্রস্তুতি দেখিয়েছে, যেন তারা সহজেই আমাদের দেশে আসতে পারে ও এর সুবিধাগুলো থেকে উপকৃত হতে পারে।’ এই সিদ্ধান্তের অর্থ হলো ৪৫টি দেশের নাগরিকরা এখন ভিসা ছাড়াই ইরানে যেতে পারবে। পর্যটনমন্ত্রী বলেন, ‘এটি বিশ্বাস করে যে একটি খোলা দরজা-নীতি বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে যুক্ত হওয়ার ইরানের সংকল্প প্রদর্শন করবে।

’এই সিদ্ধান্তে অন্তর্ভুক্ত অন্য দেশগুলোর মধ্যে রয়েছে সংযুক্ত আরব আমিরাতের পাশাপাশি কাতার ও। এছাড়াও বাহরাইন, যাদের সঙ্গে তেহরান এখনো সম্পূর্ণ সম্পর্ক পুনঃস্থাপন করতে পারেনি। ওমানের নাগরিকরা আগে থেকেই ভিসার আবেদন ছাড়াই ইরানে যেতে পারতেন। একটি প্রতিবেদেন দেশগুলোর একটি সম্পূর্ণ তালিকা প্রকাশিত হয়েছে। যার মধ্যে লেবানন, তিউনিসিয়া ও ভারতও রয়েছে। পাশ্চাত্যের মিত্র ক্রোয়েশিয়া তালিকায় হলো একমাত্র ইউরোপিয় দেশ।

Related Articles