আন্তর্জাতিক

ইরানকে সতর্কবার্তা, মধ্যপ্রাচ্যে অতিরিক্ত সেনা মোতায়েনের ঘোষণা যুক্তরাষ্ট্রের

US sending troops and weapons to the Middle East

Truth of Bengal: যুক্তরাষ্ট্র শুক্রবার মধ্যপ্রাচ্যে অতিরিক্ত সেনা ও অস্ত্র মোতায়েনের ঘোষণা করেছে। সামরিক অস্ত্রের মধ্যে রয়েছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, দূরপাল্লার বি-৫২ বোমারু যুদ্ধবিমান। এসব অস্ত্র মোতায়েন ইরানকে সতর্ক করার অংশ বলে জানা গিয়েছে।

পেন্টাগনের মুখপাত্র মেজর জেনারেল প্যাট রাইডার এক বিবৃতিতে বলেছেন, ইরান তার মিত্রদেশ অথবা ইরানের বদলে অন্য কোনও দেশ যদি মার্কিন সেনা বা এই অঞ্চলকে হামলার লক্ষ্যবস্তু করে, তাহলে যুক্তরাষ্ট্র নিজেদের জনগণকে সুরক্ষিত করতে সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

যুক্তরাষ্ট্রের আগের প্রতিরক্ষাব্যবস্থার উপর ভিত্তি করেই মধ্যপ্রাচ্যে এই অতিরিক্ত সামরিক অস্ত্র মোতায়েন করা হয়েছে। গত মাসে ইজরায়েলে ক্ষেপণাস্ত্র–বিধ্বংসী থাড দেয় যুক্তরাষ্ট্র। রাইডার আরও বলেছেন, আগামী মাসগুলিতে নতুন বাহিনী এসে পৌঁছনো শুরু করবে।

গত ২৬ অক্টোবর ইজরায়েল ইরানে হামলা চালায়। এ বছর এপ্রিল ও অক্টোবর মাসে ইরান ইজরায়েলে দুটি বড় ধরনের হামলা চালিয়েছে। পর্যবেক্ষকেরা সতর্কতা জারি করে বলেছেন, ইরান ও ইজরায়েলের মধ্যে উত্তেজনা আরও বাড়তে পারে।

Related Articles