
The Truth of Bengal: আয়ারল্যান্ডের ডাবলিনে একটি ব্যস্ত বাজার এলাকায় ছুরি হামলায় তিন শিশুসহ পাঁচ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদেরকে হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছে আইরিশ পুলিশ। বৃহস্পতিবার ডাবলিনের উত্তরে পার্নেল স্কয়ার ইস্টে এই ঘটনা ঘটে। আহতদের একজন পুরুষ, একজন মহিলা সহ তিনজন শিশু রয়েছে। আহতদের মধ্যে একটি শিশু ও এক মহিলার অবস্থা গুরুতর। বাকীদের অবস্থা স্থিতিসিল বলে জানাগিয়েছে। ঘটনাস্থলটি পুলিশ সিল করে দিয়ে ওই এলাকাকে অপরাধস্থল হিসাবে ঘোষণা করেছে।
আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে এই হামলার ঘটনার পর বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভকারীরা সিটি সেন্টারে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান। পরিস্থিতি দাঙ্গার আকার ধারণ করে। হামলায় আক্রান্ত একটি ছেলে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে। একটি আইরিশ প্রচারমাধ্যম জানিয়েছে, আক্রন্ত ওই মহিলা স্কুলে চাকরি করেন ও শিশুদের দেখাশোনা করেন। ঘটনায় বছর ৫০ এর আহত এক পুরুষ সন্দেহভাজন হামলাকারী। তিনি আইরিশ নাগরিক বলে জানা গেছে। তাঁর আঘাতও গুরুতর। তাঁকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করে পুলিশ।
আয়ারল্যান্ড পুলিশের প্রধান ড্র হ্যারিস গণমাধ্যমে বলেন, এই হামলার উদ্দেশ্য জানতে তদন্ত শুরু হয়েছে। হামলার ঘটনার পর হওয়া পুলিশ ও বিক্ষোভকারীদের সংঘর্ষে পুলিশের একটি গাড়ি ও বাসে বিক্ষোভকারীরা আগুন লাগিয়েদেয়। পরিস্থিতি দাঙ্গার আকার নেয়। বাজার এলাকায় শুরু হয় দেদার লুঠপাট। পুলিশ ঘটনার নিন্দা জানিয়েছে। পুলিশ ভুয়া তথ্য ছড়ানোর বিষয়ে সতর্ক বার্তা দিয়েছে। হামলার ঘটনার বিশদ বিবরনি দেন প্রত্যক্ষদর্শিরা। তারা জানানা এক ব্যক্তি একটি প্রাথমিক স্কুলের বাইরে এলোপাথারি ছুরি চালাতে শুরু করে। যার জেরে তিন শিশুসহ পাঁচ জন আক্রান্ত হন। আইরিশ প্রধানমন্ত্রী লিও ভারদকার এ ঘটনায় শোক প্রকাশ করেছেন।