অবশেষে ট্রাম্পের হাতে নোবেল! নিজের পাওয়া নোবেল ট্রাম্পের হাতে তুলে দিলেন মাচাদো
মাচাদোর বক্তব্য অনুযায়ী, ভেনেজুয়েলায় সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনে ট্রাম্প প্রশাসনের ভূমিকার জন্য কৃতজ্ঞতা জানাতেই তিনি এই সিদ্ধান্ত নেন।
Truth Of Bengal: অবশেষে নোবেল পেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর হাতে পুরষ্কার তুলে দিলেন ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া করিনা মাচাদো। ২০২৫ সালে শান্তিতে নোবেল পুরষ্কার পেয়েছিলেন তিনি। তবে হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের পর মাচাদো দাবি করেন, নিজের নোবেল শান্তি পুরস্কারের পদক তিনি ট্রাম্পের হাতে তুলে দিয়েছেন।মাচাদোর বক্তব্য অনুযায়ী, ভেনেজুয়েলায় সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনে ট্রাম্প প্রশাসনের ভূমিকার জন্য কৃতজ্ঞতা জানাতেই তিনি এই সিদ্ধান্ত নেন।
তাঁর দাবি, ভেনেজুয়েলার স্বাধীনতাকে স্বীকৃতি দিতে প্রেসিডেন্ট ট্রাম্প যে পদক্ষেপ করেছেন, তার সম্মান হিসেবেই আমি আমার নোবেল শান্তি পুরস্কারের পদক তাঁর হাতে তুলে দিয়েছি। দীর্ঘদিন ধরে নিজেকে নোবেল পুরস্কারের যোগ্য দাবিদার হিসাবে ‘ঢাক পিটিয়েছেন’ ট্রাম্প। শেষ পর্যন্ত নোবেল পুরস্কার হাতে পেয়ে একগাল হেসে তিনি বলেন, যে কাজটা আমি করেছিলাম সেটার পুরস্কার পেয়েছিল মারিয়া। তাই আমার হাতে পুরস্কার তুলে দিল।
উল্লেখ্য, ২০২৫ সালে নোবেল শান্তি পুরস্কার পান মারিয়া কোরিনা মাচাদো। পুরস্কার পাওয়ার পরেই তিনি জানান, প্রকৃত অর্থে এই সম্মান ডোনাল্ড ট্রাম্পের প্রাপ্য এবং তিনি সেই পুরস্কার ভাগ করে নিতে চান মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে। এই ঘটনার প্রেক্ষাপটেই ভেনেজুয়েলায় নাটকীয় রাজনৈতিক পালাবদল ঘটে। মার্কিন ফৌজের এক অভিযানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেফতার করে আমেরিকায় নিয়ে আসা হয়। বর্তমানে সেখানেই তাঁর বিচার চলছে। এই পরিস্থিতির মধ্যেই মাচাদো তাঁর শান্তির পুরষ্কার তুলে দিলেন ট্রাম্পের হাতে। এই মুহূর্তে পৃথিবীর সবথেকে বড় প্রশ্ন হল, ট্রাম্প কি মাচাদোর থেকে নোবেল গ্রহণ করেছেন? যদিও এই উত্তরটা এখনও খোলসা হয়নি। মাচাদোর তরফ থেকে এখনও কিছুই জানান হয়নি। এমনকী মুখ খোলেনি হোয়াইট হাইজও।






