লাইসেন্স ছাড়াই পাখি শিকার, ভেনিসে বিপাকে ট্রাম্প জুনিয়র
Trump Jr. in trouble in Venice for hunting birds without a license

Truth Of Bengal: পাখি শিকার করে বিপাকে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছেলে ডোনাল্ড জন ট্রাম্প জুনিয়র। তাঁকে-সহ তাঁর দলের বিরুদ্ধে অবৈধভাবে পাখি হত্যার অভিযোগ তুলে মামলা দায়ের করেছেন ইতালির এক আইনজীবী। বলা হচ্ছে লাইসেন্স ছাড়াই পাখি হত্যা করেছেন ট্রাম্প জুনিয়র এবং তাঁর দল। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত এক ভিডিওতে দেখা গিয়েছে- বেশ কয়েকটি মৃত পাখির বৃত্তের মধ্যে দাঁড়িয়ে কথা বলছেন ট্রাম্প জুনিয়র। যেগুলি তিনি এবং তাঁর দল অবৈধভাবে ভেনিস উপহ্রদের একটি সংরক্ষিত এলাকায় গুলি করে হত্যা করেছেন বলে অভিযোগ তোলা হয়েছে।
অনলাইন সিএনএন-এর প্রতিবেদনে জানা গিয়েছে, মৃত পাখিগুলির মধ্যে কমলা, বাদামী লাল রঙের শেলডাক রয়েছে বলে স্পষ্ট হওয়া গিয়েছে। ইতালির আইন অনুযায়ী বিশেষ প্রজাতির ওই পাখি শিকার বা হত্যা করা অপরাধ। উত্তর ইতালির ভেনেটো অঞ্চলের কাউন্সিলর আন্দ্রেয়া জ্যানিনো বলেছেন, ওই অঞ্চলে শুধু ইতালির বাসিন্দারাই শিকারের জন্য প্রয়োজনীয় লাইসেন্স পেতে পারেন।
ফুটেজ দেখে ওই আইনজীবী বলেছেন, ট্রাম্প জুনিয়র যেখানে শিকার করেছেন সেটি ভেনিস উপহ্রদের একটি সংরক্ষিত জলাভূমি। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন ট্রাম্প জুনিয়রের এক মুখপাত্র। অভিযোগের জবাবে মুখপাত্র বলেছেন, মার্কিন প্রেসিডেন্টের ছেলের সেখানে শিকারের অনুমতি রয়েছে। ফলত যেকোনও তদন্তে সহযোগিতা করার কথা জানিয়েছেন তিনি।