জেলেনস্কিকে ‘একনায়ক’ খোঁচা ট্রাম্পের, মহাখুশি প্রেসিডেন্ট পুতিন
Trump calls Zelensky a 'dictator', President Putin overjoyed

Truth Of Bengal: এবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ‘একনায়ক’ বলে কটাক্ষ করলেন ট্রাম্প। আর এই গোটা ঘটনায়, বেজায় মহাখুশি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন! এমনটাই খবর, সমর বিদীর্ঘদিন ধরে চলা যুদ্ধের দায় আবারও জেলেনস্কির ঘাড়েই চাপালেন মার্কিন প্রেসিডেন্ট। শেষজ্ঞদের তরফে।
প্রসঙ্গত, জো বাইডেন ক্ষমতায় থাকাকালীন আমেরিকা বিপুলভাবে সাহায্য করেছে ইউক্রেনকে। মূলত, মার্কিন সমরাস্ত্রে শক্তিশালী হয়েই যুদ্ধক্ষেত্রে রুশ ফৌজকে পাল্টা আক্রমণ করেছে জেলেনস্কির ‘ক্ষুদ্র’ বাহিনী। তবে, আমেরিকায় ক্ষমতার ‘পালাবদল’ হতেই খেলা ঘুরে যায়। ক্ষমতায় ফিরেই ট্রাম্প ইউক্রেনের অনুদানে কোপ বসান। সাথেই, জেলেনস্কিকে কড়া ভাষায় একের পর এর তীর্যক মন্তব্য করেন তিনি।
উল্লেখ্য, বুধবার রাতে সৌদি আরবের উদ্যোগে মায়ামিতে অনুষ্ঠিত ‘এফআইআই প্রায়োরিটি’ সম্মেলনে যোগ দিয়েছিলেন ট্রাম্প। পরে, সাংবাদিক সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্টকে তুলোধনা করেন তিনি। তাঁর কথায়, “নির্বাচন ছাড়াই ক্ষমতায় রয়েছেন জেলেনস্কি। তিনি তো একনায়ক। তাঁর উচিত এখনই পদত্যাগ করা। নাহলে, দেশের আর কিছু থাকবে না।“
প্রসঙ্গত, ২০১৯ সালে নির্বাচনে জিতেই ইউক্রেনের প্রেসিডেন্ট হয়েছিলেন জেলেনস্কি। হিসাবমতন, ২০২৪-এ তাঁর মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তবে, তাঁর মাঝেই ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের বিপক্ষে ‘বিশেষ সামরিক অভিযান’ ঘোযণা করেন পুতিন। সেই থেকেই রণক্ষেত্রে বিবাদে জড়িয়েছে দুদেশের সেনা। এদিনও এই ইস্যুকে হাতিয়ার করতে ছাড়েননি ট্রাম্প।
ট্রাম্প আরও দাবি করেন, “জেলেনস্কি একজন ব্যর্থ নেতা। আলোচনা বা সমঝোতার পথে আসার কোনও ক্ষমতা নেই তাঁর।“ পাল্টা ট্রাম্পকেও নিশানা করতে ছাড়েননি জেলেনস্কি। তাঁর দাবি, “পুতিনের তৈরি বোকার জগৎে বাস করছেন ট্রাম্প।“ উল্লেখ্য, ট্রাম্পের মস্কো সফরের পর অনেকেই মার্কিন-ইউক্রেন সম্পর্কের অবনতির কথা বলেন। এখন, তাঁদের আশঙ্কাই সত্যি হতে চলেছে বলে মনে করা হচ্ছে।