বাচ্চা জন্মদিলেই মিলবে টাকা ও বাড়তি সুযোগ, পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের
Trump administration plans to give money and extra opportunities to people who have children

Truth Of Bengal: বিয়ে করলে বা সন্তান জন্ম দিলেই মিলতে পারে টাকা ও বাড়তি সুযোগ সুবিধা। আমেরিকার জন্মহার বৃদ্ধি করতে এমনই পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের। সূত্র মারফত জানা যাচ্ছে, আইটিআই মধ্যেই একাধিক প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে। সেই সমস্ত প্রস্তাবগুলির মধ্যে একটি হল, আমেরিকার উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ফুল ব্রাইট স্কলারশিপের ব্যবস্থা করা হয়।
স্কলারশিপ পাওয়ার জন্য বিবাহিত বা সন্তান রয়েছে এমন ব্যক্তিদের জন্য আসন সংরক্ষিত ৩০ শতাংশ। এমনকি সন্তান জন্মের পর ৫ হাজার ডলার আর্থিক সাহায্য দেওয়ার কথাও ভাবা হয়। হোয়াইট হাউসের সূত্র থেকে জানা যায় আরও একটি পরিকল্পনার কথা। সেই সমস্ত পরিকল্পনা থেকে জানা যায়, মেয়েদের ঋতুচক্র নিয়ে আরও বেশি করে সচেতন করে তোলা।
যাতে ভবিষ্যতে সন্তানসম্ভবা হতে কোনও সমস্যাতেই পড়তে না হয় তাদের। তাই ঋতুচক্র নিয়ে তাদের স্পষ্ট ধারণা দেওয়ার বিষয়ে নিয়েও পরিকল্পনা করা হয়। তবে কোন পরিকল্পনা শেষ পর্যন্ত সবুজ সংকেত পেতে চলেছে, টা এখনও স্পষ্ট নয়।
প্রসঙ্গত, ২০০৭ থেকে আমেরিকায় কমছে জন্মহার। যা নিয়ে মার্কিন প্রশাসন যথেষ্ট পরিমানে চিন্তিত। হোয়াইট হাউস সূত্রে খবর, আমেরিকার নাগরিকদের সন্তান জন্ম দেওয়ার ক্ষেত্রে উৎসাহ বৃদ্ধি করতে প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের সন্তানদের নিয়ে যোগদানের কথা বলা হয়েছে সরকারি অনুষ্ঠানে।